।। তাওবার উত্তাল দরিয়া।।
শুরুর কথা
আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। তিনি গুনাহ ক্ষমা করেন, তাওবা কবুল করেন। তিনি বিরাট ক্ষমতাশালী, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এবং তারই কাছে আমাদের ফিরে যেতে হবে।
তিনি মহা দয়ালু, তিনি ক্ষমাশীল। তিনি অমুখাপেক্ষী। বান্দাকে ক্ষমা করতে তিনি পছন্দ করেন। তিনি চান বান্দার সাথে তাঁর সম্পর্ক বিনষ্ট হয়ে গেলে যেন বান্দা আবার ফিরে আসতে পারে, অনুতপ্ত হয়ে রহমতের দরিয়ায় ভাসতে পারে। তাই তিনি ঐ সেতুবন্ধন কায়েম করে দিয়েছেন। রেখেছেন তাওবার জন্য উন্মুক্ত দরজা।
وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِأَيْتِنَا فَقُلْ سَلَمٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوءً بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَ أَصْلَحَ فَأَنَّهُ غَفُوْرٌ رَحِيمٌ ﴿٥٠﴾
"আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে বল, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের রব রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন। তোমাদের মধ্যে যে অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে, অতপর সে যদি তাওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তবে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, করুণাময়।"
তিনি ঘোষণা করেছেন- হে আদমের সন্তানরা শোন! তোমার অপরাধ যদি আকাশ ছুঁয়ে যায়, কিংবা সমুদ্রের ফেনাসম হয় তবুও তুমি হতাশ হয়ো না। অন্যায় স্বীকার করে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো।
.
অপরাধীদের জন্য কতবড় অফার আর সুযোগ রেখেছেন মেহেরবান আল্লাহ! হতভাগা ও দুর্ভাগা সে, যে মাফ নিতে পারলো না; আর এভাবেই দুনিয়া ছেড়ে চলে গেল। এমন এক সময় আসবে যখন মানুষ তাওবা করবে; কিন্তু তার তাওবা কোনো কাজে আসবে না।
হযরত সাফওয়ান বিন আস্সাল রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পশ্চিম দিগন্তে একটি দরজা রয়েছে, যা সর্বদা খোলা থাকে। যার প্রশস্ততা সত্তর বছরের রাস্তার সমান। পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া পর্যন্ত এ দরজা তাওবার জন্য খোলা থাকবে। যে দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ঐ দিন থেকে যারা ঈমান আনবে তাদের ঈমান কোন উপকারে আসবেনা এবং কোন ভাল কাজ গ্রহণযোগ্য হবে না।
কত অপরাধী পাপাচার আর অনাচারে জীবন কাটিয়ে দিল, ধ্বংসের দ্বার- প্রান্তে পৌঁছে গেল, অবশেষে তাওবার দরিয়ায় নিজেকে ভাসিয়ে দিয়ে আল্লাহকে নিজের আপন করে নিতে সক্ষম হলো, ফলে আল্লাহ তাকে নিজ রহমতের কোলে তুলে নিলেন। এমন এক ঝাঁক ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে আমার এ আয়োজন। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করুক! রবের সমীপে বিনীত আরজ, যেন তিনি এ মেহনতকে কবুল করেন এবং এর দ্বারা সকলকে উপকৃত হওয়ার তাওফিক দান করেন! আমিন!
.
বই- তাওবার উত্তাল দরিয়া
লেখক- মুফতী তাওহীদুল ইসলাম
প্রকাশনী- আশরাফিয়া বুক হাউস
পৃষ্ঠা সংখ্যা- ১২৮
বাইন্ডিং- হার্ডকাভার