ফ্ল্যাপ:
‘রেজাল্ট কি আপনার?’
‘জি, দ্বিতীয় বিভাগ।’
‘দর্শনে দ্বিতীয় বিভাগ?’
‘জি।’
‘মিস অনু আপনার কি মনে হয় না, একটা চাকুরি পাবার জন্যে এই ফলাফলটা যথেষ্ট নয়?’
‘আমাদের সময়ে মাত্র চারটা প্রথম শ্রেণি আসছিল! পাঁচ নম্বরেই আমি ছিলাম।’
—অনু মুখ কালো করে বলে।
আবারও লোকটা হুমম করে শব্দ করল। তারপর বলল, ‘মিস অনু! আপনি ডিপার্টমেন্টে
পাঁচ নম্বর হয়েছেন সেটা কেউ দেখবে না। আপনি দ্বিতীয় বিভাগ পেয়েছেন সেটাই
সবাই দেখবে।’
অনু নিরাশ। এই লোকটার কাছে হুদাই আসা। দাঁতে নখ খুঁটতে শুরু করল মেয়েটা।
তখন লোকটা অদ্ভুত একটা কথা বলল। সেটা শুনে অনু প্রথমে পুরোই বিভ্রান্ত
হয়ে গেল।
লোকটা কণ্ঠে রহস্য নিয়ে বলল, ‘চাকুরি দিতে পারি একটা শর্তে, শুনবেন?’
অনু মাথা নাড়ল। মনে চিন্তার ঝড়। দেখ যাক কী হয়!
লোকটা হঠাৎই ওকে বিস্মিত করে দিয়ে বলল, ‘আমার জন্য একটা খুন করতে হবে!
পারবেন? যদি পারেন আপনার চাকুরি নিশ্চিত।’
**
‘শিকারী প্রাণীরা শুধু খিদে নিবারণে আর নিজেদের দখলদারিত্বের জন্য খুন
করে। মানুষ বিচিত্র। ওরা যেকোনো কারণে খুন করতে পারে। এখানে চাহিদা বা
প্রয়োজনটা অনেক সময় নগন্য। অনেক সময় নিজেকে প্রমাণ করতেও মানুষ রক্তে হাত
রাঙায়।’