আমরা যারা সাধারণ, এতদিন জেনে এসেছি, ভারতবর্ষে রাজনৈতিক ইসলামের আগমন উমাইয়া আমলে মুহাম্মাদ বিন কাসিমের হাত ধরে ৭১২ খ্রিষ্টাব্দে। 'চার খলিফার যুগে ভারতবর্ষ' বইটি আমাদেরকে ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দিবে।
রাসুল সা.-এর যুগে আরবের সাথে, ইসলামের সাথে ভারত ও ভারতীয়দের সংশ্লিষ্টতার ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে এই বইয়ে। উঠে এসেছে চার খলিফার সংক্ষিপ্ত ইতিহাস। তৎকালীন ভারতের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এছাড়া এ গ্রন্থে ঠাঁই পেয়েছে ভারতবর্ষে ইসলামি শাসনের প্রাণ কেন্দ্র কুফা ও বসরাসহ আরও কিছু আরব অঞ্চলের পরিস্থিতি। তদ্রূপ তুলে ধরা হয়েছে হিন্দুস্থানে মুসলিম বিশ্বের বিভিন্ন ঘটনার প্রভাব, সেখানকার শাসনকার্য পরিচালনায় বিবিধ সমস্যা, শাসনকার্যের বিভিন্ন সমস্যা সমাধানে খোলাফায়ে রাশেদিনের সাথে পরামর্শের চিঠিপত্র, মুসলিম-শাসনাধীন ভারতে জনসাধারণের অবস্থা, তাদের সাথে শাসকদের আচরণ ইত্যাদি।
ভারতবর্ষের সাথে আরবের সম্পর্ক, ইসলামের প্রাথমিক যুগের মুসলমানদের সংগ্রাম এবং তাদের অবদানের বিষয়ে পাঠকদের একটি নতুন এবং গভীর অন্তর্দৃষ্টি প্রদান করবে। এই গবেষণামূলক কাজটি শুধু ইতিহাসের একটি বই নয়; বরং আমাদের অতীতের একটি মূল্যবান দলিল- যা ভবিষ্যতে আমাদের পথপ্রদর্শক হতে পারে।