আল্লাহ রব্বুল আলামীন প্রদত্ত ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী সুন্নতকে মনে প্রাণে মহব্বত করা, অনুসরণ করা, পালন করা, পাবন্দি হওয়া, তথা মান্য করার মধ্যেই ইহকালের সফলতা ও পরকালের নাজাত নিহিত। আবার কোনো কিছু মানতে হলে আগে সে সম্পর্কে জানতে হয়। মহাসাগরের মতো অতলান্ত ও প্রজাপতির পাখার মতো বর্ণাঢ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও তাঁর সুন্নত। যা সরাসরি হাদীস ও অন্যান্য কিতাব হতে সংগ্রহ করে সার্বিকভাবে জানা সকলের পক্ষে সম্ভব নয়।
আমাদের দৈনন্দিন জীবনের সুন্নাতগুলো একই মোড়কে পাওয়া গেলে সেগুলো জেনে সাধ্যমত আমলে আনা সহজ হবে ভেবে "২৪ ঘণ্টার সুন্নত" পুস্তকটি প্রণয়ন করা হয়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে সারাদিন শেষে রাতে ঘুমানো পর্যন্ত মানুষ সাধারণত যেসব কাজ করে সেসব কাজের সুন্নতসমূহ ধারাবাহিকভাবে হাদীস ও ফিকহের কিতাবের রেফারেন্স সহ পুস্তকটিতে উল্লেখ করা হয়েছে।
আশা করি সুন্নত প্রেমীগণ গভীর মহব্বতের সাথে সুন্নাতকে ধারণ করে হাদীসে বর্ণিত كان معي في الجنه 'তিনি আমার (রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে জান্নাতে অবস্থান করবেন’ বাণীর আওতায় এসে সৌভাগ্যশীল হবেন। আল্লাহই তাওফিক প্রদানকারী।