মূলত উপন্যাস লিখলেও সেই কবে থেকে গানে হাতেখড়ি মনেও পড়ে না। মনে পড়ে, চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নকালে তৎকালীন জনপ্রিয় কয়েকজন শিল্পীর জন্য প্রয়াত আইয়ুব বাচ্চুর জন্য কয়েকটি আধুনিক গান এবং শেফালী দি’র জন্য কিছু আঞ্চলিক গান লিখেছিলাম। সে গানগুলো এখন কোথায় জানি না। জানি না নিউইয়র্কে থাকাকালীন জাতিসংঘের বিভিনড়ব উপলক্ষে লেখা ইংরেজি গানগুলোরও বা কি হলো। তবে হারিয়ে যাওয়া গানের মায়ায় হোক, ইউটিউবে বিকৃত কথায় ও সুরে আমার গান প্রচার দেখে হোক, স্মরণ ও সঞ্চয়ে থাকা গানগুলো সংকলনের তাগিদ অনুভব করছিলাম বহুদিন থেকেই। গীতিকবি হিসেবে
গণমাধ্যমে তালিকাভুক্তি এক্ষেত্রে নতুন প্রেরণা ও বাধ্যবাধকতা যুগিয়েছে। প্রম সংকলনটির ইউটিউবে বিপুল সাড়া প্রাপ্তিতে বই আকারে তা প্রকাশ হয়েছিল। সকল সংগীতপ্রিয়ের সহৃদয় প্রীতি ও ভালোবাসার বিপুল সমারোহ দেখে দ্বিতীয় সংকলনের অঙ্গীকার করেছিলাম, আজ তার মূর্ত প্রকাশ দেখে আনন্দিত। রাগ সম্পর্কে একটি কথা অনেকে গানে রাগ উল্লেখ থাকায় শিল্পীদের মুক্তভাবে গান তুলতে সমস্যা হচ্ছে বলে অনুযোগ করেছেন। গান লেখার সময় যে রাগ বা সুর মাথায় বাজে, তা লিখে রাখাই বাঞ্ছনীয়। আমিও তাই করেছি। পেশাদার সংগীতকারদের এতে গান তুলতে সুবিধা হয়। তবে তা সাধারণ ও জনপ্রিয় শিল্পীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁরা গানের কথা ও সুরের ব্যত্যয় না ঘটিয়ে স্বাধীনভাবে গান তুলতে ও গাইতে পারবেন।
Foyez Tauhidul Islam লাইভ স্যাইন্স, ডিপ্লোম্যাসি, ভাষাবিজ্ঞান ও সুফীতত্ত্বের মতো বিষয়ের বোদ্ধা পাঠক, লেখক ও গবেষক। উদ্দাম, ফেনীলোচ্ছল গদ্যে তিনি জটিল মনস্তাত্ত্বিক, সামাজিক ও ধর্মীয় বিষয় উপস্থাপনে পারদর্শী। বিভিন্ন ভাষার উপর তাঁর দক্ষতা ও ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা সংবেদনশীল বিষয়কে অবিতর্কিতভাবে উপস্থাপনে তাঁকে মুন্সীয়ানা দান করেছে। এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ফয়েজ তৌহিদুল ইসলামের। পিতা-মাতা উভয়েই সুফী ঘরানার সাধক হওয়ায় ছোটবেলা থেকেই গুপ্তবিদ্যা, তুলনামূলক ধর্মতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের উপর ব্যাপক অধ্যয়ন ও অনুধ্যানের সুযোগ পান। তাই নিজে কঠোর রক্ষণশীল ধর্ম চর্চাকারী হলেও তাঁর লেখায় উদারনৈতিক মতবাদ ফল্নুর মতো প্রবহমান। তাঁর চিন্তা ও লেখায় এসবের প্রভাব সুদূরপ্রসারী। পড়াশোনা ও চাকরি সূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষত আমেরিকা ও ইউরোপে ব্যাপক ভ্রমণের অভিজ্ঞতায় ঋদ্ধ তিনি। এসব অভিজ্ঞতা ও অভিজ্ঞান তাকে কাব্যময় গদ্যের এক মননশীল লেখকে পরিণত করেছে। ২০১৫ সালের বই মেলায় প্রকাশিত “ইহকালে এইসব হয়” তাঁর বিপুল সমাদৃত উপন্যাস।