ভূমিকা
মানুষের মস্তিষ্ক এক অসাধারণ বায়ো-কম্পিউটার। এই কম্পিউটারে যে মানুষ যে রকম প্রোগ্রাম করবেন, তিনি সেরকম ফল পাবেন। যিনি হতাশ হয়ে নিজেকে বলবেন, তার দ্বারা কিছুই হবে না, তিনি জীবনে ব্যর্থ হবেন। আর যিনি হাজারো প্রতিকূলতার মাঝেও বড়ো কিছু করার স্বপ্ন দেখবেন, তিনি ঠিকই তা করে ফেলবেন। বিশ্বাস বা প্রোগ্রামিং হয়ে গেলে বায়ো কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কাজ করে বিজয়ের মালা পরিয়ে দিবে আপনাকে। সাফল্যের জন্য যা কিছু করতে হয়, মন শরীরকে দিয়ে স্বতঃস্ফুতভাবে তা করিয়ে নিবে।
আমাদের জীবনে সফলতার সঙ্গে সংকল্পের গভীর সম্পর্ক রয়েছে। সংকল্প ব্যতি রেখে সফলতা চিন্তাও করা যায় না। বিষয়টি আরও সহজ ভাবে অনুধাবনের জন্য আমাদের জাতীয় কবি যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতার কয়েকটি লাইন তুলে ধরছি-
থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,-
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।।
‘সংকল্প’ কবিতার মূলভাব: কিশোরের মন চিরকৌতূহলী। সে জানতে চায় বিশ্বের সবকিছু। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্য। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরীক্ষে; বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে মৃত্যুকে বরণ করে। সে জানতে চায় ডুবুরি কেমন করে গভীর পানিতে ডুব দিয়ে মুক্তা আহরণ করছে। দুঃসাহসী অভিযাত্রী কেমন করে আকাশের দিকে উড়ে চলছে। কিশোর মন তাই দৃঢ়প্রতিজ্ঞ—বদ্ধঘরে আবদ্ধ না থেকে এই পৃথিবীটা ঘুরেফিরে দেখবেই।
জীবনে সফল ও সুখী হতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সফলতা বলতে আমরা বুঝি ভালো ফ্ল্যাট, সুন্দর বাড়ি, দামী গাড়ি, আর্থিক নিশ্চয়তা সর্বোপরি একটি সুন্দর ও গোছানো জীবন যাপনের অধিকারী হওয়া। সফলতা শব্দটি মুখে যতো সহজে উচ্চারণ করা যায় ততো সহজে বাস্তব জীবনে প্রতীয়মান করা যায় না। মুখে বলার চেয়ে করাটা খুব কঠিন। সফলতা বয়সের ভারে বাধা নয়। আপনি যে বয়সেরই হোন না কেন, যেখানেই বসবাস করেন না কেন আপনার প্রচণ্ড ইচ্ছাশক্তিই আপনাকে সফল করতে পারে। প্রতিটি মানুষের সফলতার ক্ষেত্র আবার ভিন্ন। চাইলে যেকোনো পেশা থেকেই সর্বোচ্চ সফল হওয়া যায়। জীবনে সফল হতে হলে সফল মানুষের পথ অনুসরণ করতে হবে। অদম্য প্রচেষ্টা নিয়ে সামনের পথে এগুতে হবে।
এমনি হাজারও কথামালা দিয়ে সাজানো হয়েছে “সফলতার সংকল্প” বইটি। আমি বিশ্বাস করি, এই বই সকল বয়সের যেকোন শ্রেণী-পেশার মানুষ পড়ে উপকৃত হবে।
সফলতার সংকল্প বইয়ের সূচিপত্র:
১. স্বপ্ন দেখতে শিখুন
২. ভিন্নভাবে ভাবুন
৩. দৃঢ়ভাবে বিশ্বাস
৪. সফলতা অর্জনে ৩% ফর্মূলা
৫. সেলফ মোটিভেশন
৬. মোটিভেশনাল স্পিচ
৭. চ্যালেঞ্জ মোকাবেলা
৮. সমস্যার গভীরে সমাধান
৯. ফোকাস
১০. অনুপ্রেরণার শক্তি
১১. সাফল্যের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অধ্যবসায়
১২. জীবনটা আশা-হতাশায় ভরপুর
১৩. সুযোগে পরিপূর্ণ জীবন
১৪. স্বপ্নকে বাস্তবে রূপদান
১৫. নিজের সেরাটা দেওয়ার চেষ্টা
১৬. কর্মদক্ষতা বৃদ্ধিতে বিশ্রাম
১৭. বর্তমান সুখের মূল্য বেশি
১৮. নিজের সঙ্গে প্রতিযোগিতা
১৯. সাফল্যের একটি মাত্র উপায়
২০. জীবনের লক্ষ্য খুঁজে নিন
২১. লোভ-লালসা নিয়ন্ত্রণ
২২. সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর পদ্ধতি