অধ্যায়ভিত্তিক আলোচনা ভালোভাবে বোঝার জন্য দ্রুত গতিতে না পড়ে মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়তে হবে। এক্ষেত্রে কোনো বিষয় জটিল মনে হলে মনোযোগ দিয়ে বিষয়টি একাধিকবার পড়ে বুঝে নিতে হবে। কয়েকটি অধ্যায়ের কিছু কিছু বিষয় কঠিন মনে হতে পারে। এসব কঠিন বিষয়সমূহ বুঝতে সমস্যা হলে দুশ্চিন্তা না করে বার বার পড়ার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরও যদি আয়ত্ত করা সম্ভব না হয় তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ, সবমিলিয়ে সর্বোচ্চ ২০ percent বিষয়ও যদি কঠিন হয়ে থাকে, অবশিষ্ট ৮০ percent বিষয় আয়ত্ত করেও ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। অধ্যায়ভিত্তিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, BUP, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নসমূহের ব্যাখ্যাসহ সমাধান ভালোভাবে বুঝে নিতে হবে। অধ্যায়ভিত্তিক সমাধানসহ MCQ-গুলো এমনভাবে পড়তে হবে যাতে সঠিক উত্তর নির্ণয়ে কোনো ধরনের সংশয় না থাকে। এছাড়া, যেসব ক্ষেত্রে Practice Question (PQ) সংযোজন করা হয়েছে সেগুলো মনোযোগ দিয়ে সমাধান করে ফেলতে হবে। 1 থেকে 250 পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষে 251 থেকে 253 পৃষ্ঠায় প্রদত্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষবর্ষের ভর্তি পরীক্ষার সাধারণ গণিত বিষয়ক প্রশ্ন সমাধান করতে হবে।