আফ্রিকার মুক্তিসংগ্রামের অবিসংবাদিত মহানায়ক, আফ্রিকা জাতীয়তাবাদের প্রবক্তা, শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু, স্বাধীন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রতিষ্ঠাতা, দেশের প্রথম প্রধানমন্ত্রী, কবি ও বিপ্লবী প্যাট্রিস লুমুম্বার পৈশাচিক হত্যাকাণ্ড ঘটানো হয় ১৯৬১ সালের ১৭ জানুয়ারি। এই নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়েছিল সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী ও উপনিবেশবাদী মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও যুক্তরাজ্য। সেই সময়কার জাতিসংঘ ও তার মহাসচিব দাগ হ্যামারশোল্ডের ছিল মৌন সম্মতি।
এ খবর দাবানলের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বিক্ষোভে ফেটে পড়ে পুরো বিশ্ব। পৃথিবীর দেশে দেশে বিভিন্ন শহরে পথে নেমে আসে হাজার হাজার মানুষ। মস্কোতে বিক্ষুব্ধ জনতা আক্রমণ করে বেলজিয়াম দূতাবাস। কায়রোর জনতা সম্পূর্ণ ভস্মিভূত করে বেলজিয়াম দূতাবাস। বেলগ্রেড, বুখারেস্ট, আঙ্কারা, তেহরান, জাকার্তা, কলম্বো, দিল্লী, ঢাকাসহ সর্বত্রই ঘৃণায়, ধিক্কারে ও হত্যাকারীদের বিচারের দাবীতে চলতে থাকে মিছিলের পর মিছিল। সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ও লিওনিদ ব্রেজনেভ বলেন, এই হত্যাকাণ্ডের জন্য বেলজিয়াম, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মহাসচিব দাগ হ্যামারশোল্ড-ই দায়ী। শোকার্ত সোভিয়েত সরকার ও জনগণ মস্কোতে অবস্থিত সে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পিপলস ফ্রেন্ডশীপ ইউনিভার্সিটির নাম বদলে, একে প্যাট্রিস লুমুম্বা ফ্রেন্ডশীপ বিশ্ববিদ্যালয় রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। রাষ্ট্রীয়ভাবে শোকসভা করে চীন ও অন্যান্য দেশ। চার্চ অব আফ্রিকার প্রধান রেভারেন্ড ভি জি মেনশা লুমুম্বা ও তার নিহত বন্ধুদের ‘সেন্ট’ বলে ঘোষণা করেন। খৃস্টান ধর্মে সাধারণত সাধু বা সাধক অর্থে কোনো পুণ্যাত্মার নামের আগে সেন্ট ব্যবহার করা হয়। মাত্র ৩৫ বছরের একটি সংক্ষিপ্ত জীবন নিয়ে এসেছিলেন লুমুম্বা। সেই জীবনকে নিয়ে এরপর পৃথিবীর দেশে দেশে রচিত হয়ে থাকে কবিতা, গান, গবেষণা, উপন্যাস এবং চলচ্চিত্র। সেই ধারা আজও বহমান।
Abdul Hye Sikder- জন্ম ১ জানুয়ারি ১৯৫৭ ৷৷ ছাট গোপালপুর গ্রামে। পিতা কৃষিবিদ ওয়াজেদ আলী শিকদার। জননী হালিমা খাতুন। মওলানা ভাসানীর দীর্ঘ ছায়ায় আশৈশব বেড়ে ওঠা তার । পিতার সাহায্যে তাঁর প্রথম লেখা ’নদী’। পড়ালেখার বেশিরভাগ কেটেছে রংপুরের কারমাইকেল কলেজে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছিলেন স্নাতক সম্মান।তারপর নিয়েছেন স্নাতকোত্তর। পুরো পরিবার অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে । প্রিয় কবি মনসুর আহমদ । স্বপ্ন ছিল চে গুয়েভারা হওয়ার। লেখালেখির শুরু স্কুলজীবন থেকেই। বিকাশ আশির দশকে। পেশা জীবন শুরু সাংবাদিকতা দিয়ে, এখনও আছেন সেই পেশাতেই। সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই দুইবারের নির্বাচিত সভাপতি তিনি । মাঝে নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে এসেছেন নজরুল ইন্সটিটিউট-এ। নজরুলের ওপর নির্মাণ করেছেন তিনটি তথ্যচিত্ৰ । স্বাধীন বাংলাদেশের প্রথম নিয়মিত সাহিত্য মাসিক "এখন"-এর তিনি মূল স্থপতি। কবিতা, শিশুসাহিত্য, জীবনী, গল্প, গবেষণা, ভ্ৰমণ, চলচ্চিত্র-সব মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা এখন শতাধিক । বাংলাদেশ টেলিভিশনের শিকড় সন্ধানী ম্যাগাজিন ‘কথামালার” পরিকল্পক, উপস্থাপক। কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ অন্যান্য পুরস্কার। স্ত্রী আবিদা শিকদার, পুত্র পরম ও কন্যা প্রকৃতিকে নিয়ে রাজধানীর শহরতলীতে তার সংসার।