সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা, সর্বশক্তিমান, মহান রাব্বল আলামীনের । সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান সাহাবীগণ ও তার পরিবারবর্গের প্রতি। ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার নাম। ইসলাম মানবতার মুক্তির দিশা। মানবতার মুক্তিকল্পে, জুলুম-অত্যাচারের প্রতিরোধে ইসলাম সর্বদা মানবতাকেই অগ্রাধিকার দিয়েছে। ইতিহাসের পাতায় দেখা যায়যুগে যুগে সবল দুর্বলের উপর, ছােট বড়র উপর, রাজা প্রজার উপর যে অন্যায়অবিচার করত ইসলাম তার বিপরীতে নির্যাতিত-অসহায় মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করেছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে মুসলমানদের আপন কেউ নেই। এই জাতিকে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার জন্য দুনিয়ার সব অপশক্তি আজ সংঘবদ্ধ । স্বাধীনতাপ্রাপ্ত মুসলিম দেশগুলি শতধা বিচ্ছিন্ন, নাগরিকদের পরাধীনতা ও গােলামীর স্বভাব মজ্জাগত, তারা জাতীয় আদর্শ বিচ্যুত। এই অপরিণামদর্শিতার সুদূরপ্রসারী পরিণতি অতি ভয়াবহ।ঐকান্তিক ইচ্ছা ছিল ইসলামী আন্দোলনের একজন নগণ্য কর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দেয়া। নানা প্রতিবন্ধকতার ফলে তা আর হয়ে ওঠেনি। মুসলিম উম্মাহর ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশের ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা পালনকারী সংগঠন খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের সিলেবাসভুক্ত এবং বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ড. আহমদ আবদুল কাদের সাহেবের লিখিত মূল্যবান গ্রন্থাবলী প্রকাশনার সুযােগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই বাংলাদেশে ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন ‘খেলাফত মজলিস’ ও ‘ইসলামী ছাত্র মজলিস’-এর সিলেবাসভুক্ত ‘আদর্শ সংগঠন বইটি নেতা-কর্মীদের দ্বীন কায়েমের সংগ্রামে দিকনির্দেশনা দিবে। পুস্তকটি প্রকাশনায় নিজেকে জড়িত রাখতে পেরে আবারও শুকরিয়া আদায় করছি।