"তুমি সেই রানী" বইটি সম্পর্কে কিছু কথাঃ ও ছিলাে এক রাশিয়ান তরুণী। এক রক্ষণশীল পরিবারে ওর জন্ম । খৃষ্টধর্মের প্রটেষ্ট্যান্ট গােষ্ঠীর কট্টর অনুসারী। একবার এক রুশ বণিক ওকে উপসাগরীয় অঞ্চলের একটি দেশে বাণিজ্যসফরে তার সাথে যাওয়ার প্রস্তাব দিলাে। সাথে থাকবে আরাে অনেক রুশ তরুণী। উদ্দেশ্য হলাে সেখান থেকে কিছু বৈদ্যুতিক পণ্যসামগ্রী কিনে এনে রাশিয়ার বাজারে বিক্রি করা। তরুণীটি এ প্রস্তাবে দেশ ভ্রমণের আনন্দ ছাড়া খারাপ কিছু পেলাে না। তাই সে রাজি হয়ে গেলাে। অন্যান্য। তরুণীদের সাথে একদিন সে রওয়ানাও হয়ে গেলাে। কিন্তু বাণিজ্য-কাফেলা সেখানে পৌছার পরই ঐ বণিক-নেতা’র স্বরূপ। উন্মােচিত হলাে। দাঁত বের করে সে আসল পরিচয়ে সামনে এলাে। সাথে । নিয়ে আসা তরুণীদেরকে সে দেহপসারিণী হওয়ার প্রস্তাব দিলাে। সাথে | একঝাক লােভনীয় রঙিন প্রস্তাবও দিলাে। গাড়ি-বাড়ি ও বিশাল অর্থসম্পদের মালিক হওয়ার রূপালী স্বপ্ন দেখালাে। আন্তর্জাতিক পরিমণ্ডলে সদর্প পদচারণার সবুজ ইঙ্গিত দিলাে। তার এ লােভনীয় প্রস্তাবে অধিকাংশ তরুণী রাজিও হয়ে গেলাে। কিন্তু নিজ ধর্মের প্রতি অতিশয় আসক্ত কট্টর তরুণীটি এ প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাে। তারপর কি হলো সেই কট্টর তরুনীটির সাথে? সেটা জানতে হলে পাঠককে অবশ্যই বইটি পড়তে হবে।