মনীষীদের কথা অমৃতসম। সে কথাগুলোকেই আমরা বাণী চিরন্তনী বলি। কিন্তু দেশ বিদেশের এই মনীষীরাই যখন মজা করে অমোঘ বাণী উচ্চারণ করেন, তখন সেই কথাগুলোই হয়ে ওঠে ফানি চিরন্তনী। বইটিতে মনীষীদের মজার মজার এমন কথাগুলোই সংকলিত হয়েছে। শুধু মনীষীদেরই নয় হলিউডের অভিনেতা থেকে শুরু করে বিশ্বখ্যাত ফুটবলার, ক্রিকেটার এমন অনেকেরই বিভিন্ন সময় উচ্চারণ করা মজার কথা সংকলক বইটিতে যুক্ত করেছেন। বইয়ের শেষে সংক্ষিপ্ত পরিসরে মনীষীদের পরিচিতির উল্লেখ রয়েছে, যাতে করে পাঠক তাদের সম্পর্কে ধারণা পান।
লেখক পরিচিতি : তাপস রায় জন্ম : ৭ মাঘ, শনিবার ১৩৮৬ বঙ্গাব্দ; সিরাজগঞ্জ জেলার সোহাগপুর গ্রামে। মা তাপসী রায়, বাবা প্রভাতচন্দ্র রায়ের প্রথম সন্তান। পড়াশোনা শেষ করে দৈনিক আজকের কাগজ-এ সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু। বিভিন্ন জাতীয় দৈনিকে পেশাবিষয়ক ক্রোড়পত্র, ম্যাগাজিন সম্পাদনা করেছেন। দৈনিকগুলোতে এখন পর্যন্ত চার শতাধিক রম্যরচনা, ছড়া, কিশোর গল্প এবং নিবন্ধ প্রকাশিত হয়েছে। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়াতেও রয়েছে সমান পদচারণা। টেলিভিশনের জন্য নাটক এবং কেরিয়ার, ফ্যাশন, ইতিহাস বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন। বর্তমানে দৈনিক সকালের খবর-এ পেশাবিষয়ক ক্রোড়পত্র এবং শিশুদের পাতা সম্পাদনার দায়িত্ব পালন করছেন।