বােতল শয়তান/ রবার্ট লুই স্টিভেনসন। আজব এক বােতল, দারুণ তার ক্ষমতা। অনেক দিতে পারে যেমন, তেমনি কেড়েও নেয় — ওটা বেচে দিতে না পারলে। আর নিজের ইচ্ছেমত দামে বেচলে চলবে না, কমে বেচতে হবে। ...বিপদে পড়ে গেল এক দম্পতি।
সাইলাস মারনার/ জর্জ ইলিয়ট সৎপথে থাকতে চেয়েছিল মারনার, তবে সেজন্যে চরম মূল্য দিতে হলাে তাকে। কে চুরি করল তার এতদিনের জমানাে সােনা?
ক্যাপ্টেন ব্লাড/ রাফায়েল সাবাতিনি নিরাপরাধ ডাক্তার পিটার ব্লাডকে অন্যায়ভাবে বন্দী করে ওয়েস্ট ইন্ডিজে বেচে দেয়া হলাে। ক্রীতদাস হিসেবে। কিন্তু মনিবের জুলুম সইতে পারল না সে। সহবন্দীদের সহায়তায় একটি স্প্যানিশ জাহাজ দখল করে জলদস্যু বনে গেল। কিন্তু এমন জীবন তাে চায়নি ক্যাপ্টেন ব্লাড। গভর্নরের ভাতিজীকে ভালবেসেছে সে। মেয়েটিকে কীভাবে বােঝাবে বােম্বেটে জীবন বাধ্য হয়ে বেছে নিতে হয়েছে তাকে? অ্যারাবেলা কী আদৌ বুঝবে ব্লাডকে? ভালবাসবে?
ওল্ড র্যামন/ জ্যাক শেফার বুড়াে র্যামনের সঙ্গে কিশাের ছেলেকে পাঠিয়েছে বাবা হাতে কলমে শিক্ষা নেয়ার জন্যে। এক পাল ভেড়া নিয়ে পার হতে হবে দুস্তর মরু। কিন্তু ওত পেতে থাকা ধূলিঝড়, নেকড়ে, র্যাটলস্নেক আর অন্যান্য বিপদ-আপদ বিনা বাধায় কেন পেরােতে দেবে ওদের? দিল না এবং প্রতি পদে পদে ঠেকে শিখতে হলাে কিশােরটিকে। ওর সঙ্গে যুদ্ধক্ষেত্রে কাধে কাধ মিলিয়ে লড়ল বুড়াে র্যামন আর দুঃসাহসী দু’টি কুকুর। অ্যাডভেঞ্চার, ভালবাসা ও প্রকৃতির এক চলমান চিরন্তন উপাখ্যান।