জল - জঙ্গলের দেশ সুন্দরবন। সে দেশে জলে কুমির, ডাঙায় বাঘ। আর আছে বাঘ-কুমিরের সঙ্গে লড়াই করে টিকে থাকা। সবহারানাে কিছু মানুষ। গত শতাব্দীর একেবারে শুরুর দিকে এই কাদামাটি আর বাদাবনের দেশেই এক সাহেব আদর্শ সমাজ গড়ে তােলার চেষ্টা করেন। ড্যানিয়েল হ্যামিলটনের সেই স্বপ্নের সূত্র ধরেই লেখা শুরু হল ভাটির দেশের নতুন ইতিহাস। অলিখিত বিধি-বাঁধনের ওপর দাড়িয়ে রয়েছে। বাদাবনের সমাজ-সংস্কৃতি। ভারতীয় বংশােদ্ভূত মার্কিন নাগরিক পিয়ালি রয় আর দিল্লির কেতাদুরস্ত ব্যবসায়ী কানাই দত্তের সেখানে প্রবেশের সঙ্গে সঙ্গে টলমল করে ওঠে সে পটভূমির সূক্ষ্ম ভারসাম্য। কানাইয়ের মাসি নীলিমা স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। নীলিমার স্বামী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল ছিল। প্রগতিশীল রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। ১৯৭৯ সালে মরিচঝাপির উদ্বাস্তু বিতাড়নের ঘটনার ঠিক পর পরই রহস্যময় পরিস্থিতিতে মৃত্যু হয় তার। পিয়া সুন্দরবনে এসেছে সেখানকার বিরল প্রজাতির ডলফিনদের বিষয়ে গবেষণার জন্য। তার পথপ্রদর্শক স্থানীয় জেলে ফকির। নদীখাড়িতে ঘােরাঘুরির সময় পিয়ার দোভাষীর কাজ করে দেওয়ার জন্য তাদের সঙ্গ ধরল কানাই। আর তার পরেই ঘুরতে শুরু করল কাহিনির স্রোত। মহাকাব্যপ্রতিম এই উপন্যাসে আঠারাে ভাটির দেশের জীবন আর প্রকৃতি, ইতিহাস আর। লােকপুরাণকে জীবন্ত চেহারায় উপস্থিত। করেছেন অমিতাভ ঘােষ।
Amitav Ghosh (born 11 July 1956) is an Indian–American author best known for his work in English fiction.Amitav Ghosh was born in Calcutta on 11 July 1956 to a Bengali Hindu family, to Lieutenant Colonel Shailendra Chandra Ghosh, a retired officer of the pre-independence Indian Army. He was educated at the all-boys Doon School, where he edited The Doon School Weekly. His contemporaries at Doon included author Vikram Seth and Ram Guha. After Doon, he received degrees from St. Stephen's College, Delhi University, and Delhi School of Economics. He then won the Inlaks Foundation scholarship to complete a D. Phil. in social anthropology at St Edmund Hall, Oxford, under the supervision of Peter Lienhardt. His first job was at the Indian Express newspaper in New Delhi.