সারসংক্ষেপ জ্ঞান মানুষকে পরিচালিত করে। সঠিক জ্ঞান সঠিক পথে এবং ভুল জ্ঞান ভুল পথে মানুষকে পরিচালিত করে। জ্ঞানের সাথে সম্পর্কিত প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জ্ঞানের উৎস। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো উৎস বা উৎসগুলো ব্যবহার করে নির্ভুল জ্ঞানার্জনের নীতিমালা। জ্ঞানের উৎসে ভুল থাকলে সরাসরি ভুল জ্ঞান অর্জিত হয়। আবার উৎস বা উৎসগুলো ব্যবহার করে নির্ভুল জ্ঞানার্জনের নীতিমালায় ভুল থাকলেও ভুল জ্ঞান অর্জিত হয়। তাই, জ্ঞানের উৎস এবং সে উৎস ব্যবহার করে জীবন সম্পর্কিত নির্ভুল জ্ঞানার্জনের প্রবাহচিত্র (নীতিমালা) মানব জীবনের অতীব গুরুত্বপূর্ণ দুটি বিষয়। অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান মুসলিম জাতির জ্ঞানের উৎস এবং উৎসসমূহ ব্যবহার করে জীবন সম্পর্কিত নির্ভুল জ্ঞানার্জনের প্রবাহচিত্রে (নীতিমালায়) অনেক মৌলিক ভুল বিদ্যমান। এ অবস্থা চলতে থাকলে মুসলিম উম্মাহর বর্তমান অধঃপতিত অবস্থা থেকে উত্তরণ একেবারেই অসম্ভব। আলোচ্য বইটি সম্মানিত পাঠকদেরকে আল্লাহ প্রদত্ত উৎসসমূহ ব্যবহার করে নির্ভুল জ্ঞানার্জনের নীতিমালা কী হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা দেবে ইনশাআল্লাহ। তাই, পুস্তিকাটি মুসলিম জাতিকে বিশ্ব দরবারে তাদের হারানো স্থান ফিরে পেতে ভীষণভাবে সহায়ক হবে বলে আমরা মনে করি।
Title
গবেষণা সিরিজ - ১২ : কুরআন, সুন্নাহ ও Common sense ব্যবহার করে নির্ভুল জ্ঞানার্জনের প্রবাহচিত্র (নীতিমালা)
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
Gobesona Series -12 : Quran Sunnah common sense BaboharerNirvul Gaan Orjoner Jonno Quran, Sunnah O Common Sense Baboharer Nitimala Ba Cholonchetro কার্টে যুক্ত হয়েছে