আলোচ্য বিষয়ের সারসংক্ষেপ যেকোনো ব্যাপক কর্মকা- পরিচালনা করে সফল হতে হলে ঐ কর্মকান্ডের মৌলিক বিষয়ের একটিও বাদ দেওয়া যাবে না। কারণ, আল্লাহর তৈরি প্রোগ্রাম/প্রাকৃতিক আইন/বিধান হলো- একটি কাজের সাথে সম্পর্কযুক্ত মৌলিক বিষয়সমূহের একটিও বাদ দিলে কর্মকা-টি আংশিক নয়, বরং সম্পূর্ণ ব্যর্থ হয়। জীবন পরিচালনা একটি ব্যাপক কর্মকান্ড। তাই, ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালনা করে দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে ইসলামের মৌলিক আমলের একটিও বাদ দেওয়া যাবে না। বর্তমান বিশ্বের মুসলিমদের দিকে তাকালে সহজেই দেখা যায় তাদের অধিকাংশই অনেক মৌলিক আমল ছেড়ে দিচ্ছেন এবং অনেক অমৌলিক আমল নিষ্ঠার সাথে পালন করছেন। সহজেই বলা যায়- এতে তাদের দুনিয়া ও আখিরাতের জীবন ব্যর্থ হতে বাধ্য। মুসলিমদের দুনিয়ার ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি। পরকালের ব্যর্থতা সেখানে পৌঁছালে অবশ্যই দেখা যাবে। মুসলিমদের আমলের এ বিপর্যয়ের একটি প্রধান কারণ হলো- ইসলামের মৌলিক আমলের নির্ভুল তালিকা জানার সহজতম উপায়টি জাতির সামনে উপস্থিত না থাকা। এ দৃষ্টিকোণ থেকে পুস্তিকাটি জাতিকে সঠিক পথ নির্দেশনা দান করে দুনিয়া ও আখিরাতে বিপুল কল্যাণ বয়ে আনবে, ইনশাআল্লাহ।
Title
গবেষণা সিরিজ - ০৮ : আমলের গুরুত্বভিত্তিক অবস্থান জানার সহজ ও সঠিক উপায়
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।