মু’মিনের এক নম্বর কাজ এবং শয়তানের এক নম্বর কাজ আলোচ্য বিষয়ের সার সংক্ষেপ এক নম্বর কাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই, মু’মিন ও শয়তানের এক নম্বর কাজ বলতে বুঝায় মু’মিন ও শয়তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর তাই সহজে বলা যায় দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে মু’মিনকে তার এক নম্বর কাজটি সর্বাধিক গুরুত্ব দিয়ে পালন করতে হবে এবং শয়তানের এক নম্বর কাজটি হতে তাকে সর্বশক্তি দিয়ে দূরে থাকতে হবে। অতীব দুঃখের বিষয় বর্তমান বিশ্বের মু’মিনদের বাস্তব অবস্থা পর্যালোচনা করলে দেখা যায়, অধিকাংশ মু’মিন তার এক নম্বর কাজে ভীষণ দুর্বল। অন্যদিকে শয়তানের এক নম্বর কাজকে সফল করার জন্য তারা নানাভাবে সহায়তা করছে। আর এর মূল কারণ হলো মু’মিনের এক নম্বর কাজ এবং শয়তানের এক নম্বর কাজ কোনটি সে বিষয়ে অধিকাংশ মু’মিনের ধারণা না থাকা বা ভুল ধারণা থাকা। মুসলিম জাতির বর্তমান অধঃপতনের মূল বা সর্বপ্রধান কারণও এটি। পুস্তিকাটিতে কুরআন, হাদীস ও Common sense-এর তথ্যের আলোকে মু’মিনের এক নম্বর কাজ এবং শয়তানের এক নম্বর কাজসহ মু’মিনের এক নম্বর কাজ সম্পর্কিত বিভিন্ন দিক স্পষ্ট ও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এক নম্বর কাজে মু’মিনদেরকে সফল এবং শয়তানকে ব্যর্থ করানোর ব্যাপারে পুস্তিকাটি বিরাট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ ।
Title
গবেষণা সিরিজ - ৪ : মুমিনের এক নম্বর কাজ এবং শয়তানের এক নম্বর কাজ
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।