সারসংক্ষেপ সালাত ইসলামের একটি ফরজ আমল। আনুষ্ঠানিক ইবাদাতের মধ্যে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পালনও করা হয় সবচেয়ে বেশি। বিস্ময়কর ব্যাপার হলো সালাত সম্পর্কে কুরআন ও সুন্নার (সনদ ও মতন সহীহ হাদীস) সহজবোধগম্য অনেক তথ্য এবং বর্তমান মুসলিম জাতির জ্ঞান ও আমলের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। আরব এবং আরবী ভাষা ও গ্রামার জানা অনারবসহ কোটি কোটি মুসলিম বর্তমান বিশ্বে আছে। কিন্তু কেন তারা কুরআনে থাকা সালাত বিষয়ক বিশেষ করে ‘আকিমুস্ সালাত’-এর ব্যাখ্যা বুঝতে পারছে না এটি অবাক করার মতো একটি ব্যাপার। আর এ কারণে সালাত পালনের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবন হতে অন্যায় ও অশ্লীল কাজ দূর হওয়াসহ বিভিন্ন ধরনের যেসব কল্যাণ হওয়ার কথা ছিল মুসলিম জাতি তা পাচ্ছে না। এর ফলস্বরূপ পরকালে বর্তমান মুসলিমদের কী অবস্থা হবে তা অনুমান করাও খুব কঠিন নয়। পুস্তিকাটিতে কুরআন, সুন্নাহ ও Common sense-এর তথ্যের মাধ্যমে সালাত বিষয়ক অতীব গুরুত্বপূর্ণ হারিয়ে যাওয়া তথ্যগুলো মুসলিম জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। এটি বর্তমান মুসলিমদের সালাত বিষয়ক জ্ঞানকে শুধরিয়ে নিতে এবং দুনিয়া ও আখিরাতে সালাতের কল্যাণ পাওয়ার ব্যাপারে দারুণভাবে সহায়ক হবে ইনশাআল্লাহ।
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।