সারসংক্ষেপ মুসলিম দেশসহ সারা বিশ্ব আজ মহা অশান্তিতে নিমজ্জিত। অবিচার, সন্ত্রাস, মানবতাবিরোধী কর্মকা-, বৈষম্য, দুর্বলের প্রতি সবলের অত্যাচার, অশিক্ষা, কুশিক্ষা, মরণব্যাধি অওউঝ ইত্যাদি পৃথিবীতে এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমরা যদি মাত্র কয়েক শত বছর পূর্বের মুসলিম জাতির স্বর্ণযুগের দিকে তাকাই তাহলে দেখবো- মুসলিম জাতির কর্তৃত্বে থাকা প্রায় অর্ধেক পৃথিবীতে তখন মহাশান্তি বিরাজমান ছিল। একই সাথে বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজনীতিসহ জীবনের সকল দিকে মুসলিমরা পৃথিবীর অন্য সকল জাতি থেকে শ্রেষ্ঠ ছিল। যে কুরআন হাতে নিয়ে মুসলিমগণ ঐ অবস্থায় পৌঁছেছিল সে কুরআন অবিকৃত থাকা সত্ত্বেও মুসলিম দেশগুলোতে আজ নানা ধরনের অশান্তি বিরাজমান। আবার বিজ্ঞান-প্রযুক্তি, অর্থনীতি, সমাজনীতিসহ জীবনের প্রায় সকল দিকে মুসলিমগণ আজ অন্য সব জাতি থেকে অবিশ্বাস্যরকমভাবে পিছিয়ে আছে। এ অবস্থা থেকে সহজে বোঝা যায়- আজকের মুসলিমগণ কুরআনের জ্ঞান ও আমল থেকে অনেক দূরে সরে গেছে। আল কুরআনে জীবন সম্পর্কিত সকল মূলজ্ঞান নির্ভুলভাবে লিপিবদ্ধ আছে। জ্ঞানে ভুল থাকলে আমলে অবশ্যই ভুল হয়। তাই জীবন সম্পর্কিত মূলজ্ঞান থেকে দূরে সরে যাওয়াই হলো মুসলিম জাতি ও বিশ্বমানবতার বর্তমান অশান্তির মূল বা প্রধান কারণ। স্বর্ণযুগের পরের মুসলিমদের কুরআন পড়ে বুঝতে না পারার কারণে এটি হয়নি। এটি ঘটানো হয়েছে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে। কী ছিল সেই ষড়যন্ত্র! এবং কীভাবে তা বাস্তবায়ন করা হয়েছে! মূলত সেটিই পুস্তিকাটিতে তুলে ধরা হয়েছে।
Title
গবেষণা সিরিজ - ৩০ : যে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম জাতি ও বিশ্বমানবতার মূলশিক্ষায় ভুল ঢোকানো হয়েছে
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।