সারসংক্ষেপ গুনাহ হলো অপরাধ। বড়ো গুনাহ ও বড়ো গুনাহগার তথা বড়ো অপরাধ ও বড়ো অপরাধীর সংখ্যা যদি সমাজে বেড়ে যায় তবে মানব সমাজ আশান্তিময় হয়। আর পরকালে যদি আমলনামায় বড়ো গুনাহ (কবীরা গুনাহ) থাকে তবে মু’মিন ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে ও সেখানে স্থায়ীভাবে থাকতে হবে। তাই, গুনাহের সংজ্ঞা ও শ্রেণিবিভাগ সম্পর্কে প্রত্যেক মুসলিমের সঠিক এবং পরিষ্কার ধারণা থাকা বিশেষ গুরুত্বপূর্ণ। প্রচলিত মতেÑ নিষিদ্ধ কাজ করাকে গুনাহ বলে। বড়ো নিষিদ্ধ কাজ করলে বড়ো গুনাহ (কবীরা গুনাহ) হয় এবং ছোটো নিষিদ্ধ কাজ করলে ছোটো গুনাহ (ছগীরা গুনাহ) হয়। আর মাত্রার দৃষ্টিকোণ থেকে গুনাহ দুই শ্রেণিতে বিভক্ত- ছগীরা ও কবীরা এবং কবীরা গুনাহর সংখ্যা বিভিন্ন মতে ৭০-১৪০। গুনাহ সম্পর্কিত এ ধারণা কুরআন, হাদীস ও Common sense-এর তথ্য হতে বহু দূরে। কুরআন, হাদীস ও Common sense-এর তথ্যের ভিত্তিতে গুনাহর প্রকৃত সংজ্ঞা হলো- সমানের চেয়ে কম গুরুত্ব বা পরিমাণের ওজর (বাধ্য-বাধকতা), অনুশোচনা ও উদ্ধার পাওয়ার চেষ্টা অবস্থায় নিষিদ্ধ কাজ করাকে গুনাহ বলে। গুনাহের মোটা দাগের মাত্রা ৫টি। আর গুনাহের প্রকৃত বা সূক্ষ্ম মাত্রা ও কবীরা গুনাহ অসংখ্য। পুস্তিকাটিতে কুরআন, হাদীস ও Common sense-এর তথ্যের ভিত্তিতে গুনাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পুস্তিকাটি মুসলিমদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রাপ্তিতে বিরাট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
Title
গবেষণা সিরিজ - ২২ : গুনাহ সংজ্ঞা ও শ্রেণিবিভাগ প্রচলিত ধারণা ও সঠিক তথ্য
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।