সারসংক্ষেপ শেষ বিচারের দিন সাওয়াব ও গুনাহ মাপা বা হিসাব করা হবে। পরকালে যে সমস্ত ঘটনা ঘটবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটির একটি হলো সাওয়াব ও গুনাহর হিসাব নেওয়া। বাকি দুটো হলো- শাফায়াত এবং জান্নাতের পুরস্কার ও জাহান্নামের শাস্তি। এ তিনটি বিষয়ের জ্ঞান মানুষকে দুনিয়ায় সৎ বা অসৎ হতে ভীষণভাবে প্রভাবিত করে। বর্তমান মুসলিম সমাজে অসততার যে বন্যা দেখা যাচ্ছে তার একটি প্রধান কারণ হলো- এ তিনটি বিষয় সম্পর্কে চালু হওয়া কুরআন, সুন্নাহ ও Common sense বিরোধী নানা কথা। এ সকল কারণে একদিকে মুসলিম সমাজের সুখ, শান্তি ও প্রগতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্যদিকে অসংখ্য মুসলিমের পরকালীন জীবন ব্যর্থ হয়ে যাচ্ছে। পুস্তিকাটিতে কুরআন, সুন্নাহ ও Common sense -এর তথ্যের মাধ্যমে সাওয়াব ও গুনাহ মাপা সম্পর্কে প্রকৃত তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে। প্রকৃতভাবে সাওয়াব ও গুনাহ মাপা হবে গুরুত্বের ভিত্তিতে। অর্থাৎ আমলনামায় একটিও কবীরা (বড়ো) গুনাহ থাকলে সকল সাওয়াবের যোগফল শূন্য হয়ে যাবে। সাওয়াব ও গুনাহ মাপা সম্পর্কিত চালু হয়ে যাওয়া ভুল বা মিথ্যা কথাগুলোর অভিশাপ থেকে মুসলিম জাতিকে উদ্ধার করতে পুস্তিকাটি ব্যাপকভাবে সহায়ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তা’য়ালা আমাদের এ চেষ্টাকে কবুল করুন। আমিন! ছুম্মা আমিন!!
Title
গবেষণা সিরিজ - ১৮ : সাওয়াব ও গুনাহ মাপার পদ্ধতি প্রচলিত ধারণা ও সঠিক চিত্র
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।