সারসংক্ষেপ আল্লাহর ইচ্ছা, অনুমতি, মনে মোহর মেরে দেওয়া কথাগুলো কুরআন ও হাদীসে বিভিন্নভাবে অসংখ্যবার এসেছে। কথাগুলোর চালু হওয়া অসতর্ক ব্যাখ্যা হলো- মহাবিশ্বের সকল ঘটনা-দুর্ঘটনা সংঘটিত হয় আল্লাহর (সৃষ্টিকর্তার) তাৎক্ষণিক ইচ্ছা, অনুমতি বা তাৎক্ষণিকভাবে ব্যক্তির মনে মোহর মেরে দেওয়ার কারণে। কথাগুলোর অসতর্ক ব্যাখ্যা মুসলিম ও অমুসলিম সমাজের প্রায় সকলেই জানে ও বিশ্বাস করে। আল্লাহর ইচ্ছা কথাটির অসতর্ক ব্যাখ্যার আলোকে রচিত আমাদের দেশের জনপ্রিয় গানের একটি কলি হলো ‘যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কী দোষ’। এখান থেকে বোঝা যায়, অসতর্ক এ ব্যাখ্যাটির খারাপ দিকের একটি হলো- দুষ্ট লোকদের খারাপ কাজ করার যুক্তি হাতে তুলে দেওয়া। অথচ কুরআন ও সুন্নাহ বিভিন্নভাবে জানিয়েছে ইসলাম মানুষকে সৎ বানাতে চায়। অন্যদিকে বলা হয়, ‘কিছুর থেকে কিছু হয় না আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়’। কিন্তু বাস্তবে দেখা যায় কার্য সম্পাদনে মানুষের ইচ্ছা ও কর্মপ্রচেষ্টার বিরাট ভূমিকা আছে এবং কুরআন-সুন্নাহর অনেক বক্তব্যের মাধ্যমেও কথাটির সত্যতার প্রমাণ পাওয়া যায়। তাই আল্লাহর ইচ্ছা, অনুমতি, মনে মোহর মেরে দেওয়া কথাগুলোর প্রকৃত ব্যাখ্যা উন্মোচিত করা মুসলিম জাতি ও বিশ্বমানবতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুস্তিকাটিতে আল্লাহর ইচ্ছা, অনুমতি, মনে মোহর মেরে দেওয়া কথাগুলোর প্রকৃত ব্যাখ্যা কী হবে তা কুরআন, হাদীস ও Common sense-এর তথ্যের ভিত্তিতে পর্যালোচনা করা হয়েছে। এ পর্যালোচনায় চূড়ান্তভাবে বের হয়ে আসা তথ্য হলো- মানুষের বিভিন্ন কর্ম সম্পাদনের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়া কথাগুলো দুই ধরনের। তাৎক্ষণিক ও অতাৎক্ষণিক। তাৎক্ষণিক ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়া সংঘটিত হয় কার্য সম্পাদনের সময়। আর অতাৎক্ষণিক ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়া সংঘটিত হয় ব্যক্তির কর্ম সম্পাদনের পূর্বে তৈরি করে রাখা প্রোগ্রামের (বিধি-বিধান, নিয়ম-কানুন বা প্রাকৃতিক আইন) মাধ্যমে। কুরআনের প্রায় সব স্থানে ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়া কথাগুলো দিয়ে আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়া তথা আল্লাহর তৈরি প্রোগ্রামের মাধ্যমে ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়াকে বুঝানো হয়েছে। আর প্রায় সব কার্য সম্পাদন হয় মানুষের তাৎক্ষণিক ইচ্ছা ও কর্মপ্রচেষ্টা এবং আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়ার সমন্বয়ে।
Title
গবেষণা সিরিজ - ২৪ : আল্লাহর ইচ্ছা, অনুমতি, মনে মোহর মেরে দেওয়া কথাগুলোর প্রচলিত ও প্রকৃত ব্যাখ্যা
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।