সারসংক্ষেপ পরকালে যে সমস্ত ঘটনা ঘটবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ঘটনার একটি হলো- জান্নাতের পুরস্কার ও জাহান্নামের শাস্তি। বাকি দু’টো হলো- সওয়াব ও গুনাহের হিসাব এবং শাফায়াত। এ তিনটি বিষয়ের জ্ঞান মানুষকে দুনিয়ায় সৎ বা অসৎ হতে ভীষণভাবে প্রভাবিত করে। বর্তমান মুসলিম সমাজে অসততার যে বন্যা দেখা যাচ্ছে তার একটি প্রধান কারণ হলো এ তিনটি বিষয় সম্পর্কে চালু হয়ে যাওয়া কুরআন, সুন্নাহ ও Common sense বিরোধী নানা কথা। এ সকল কারণে একদিকে মুসলিম সমাজের সুখ, শান্তি ও প্রগতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং অন্যদিকে অসংখ্য মুসলিমের পরকালীন জীবনও ব্যর্থ হচ্ছে। মুসলিম সমাজে চালু থাকা একটি কথা হলো- মু’মিন ব্যক্তিদের আমলনামায় বড়ো গুনাহ (কবীরা গুনাহ) থাকলেও তারা চিরকাল জাহান্নামে থাকবে না। কিছুকাল শাস্তি ভোগ করে অনন্তকালের জন্য জান্নাত পেয়ে যাবে। পুস্তিকাটিতে এ বিষয়ে কুরআন, সুন্নাহ ও Common sense -এর প্রকৃত তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে। মু’মিনের জাহান্নামের শাস্তির মেয়াদ সম্পর্কিত চালু হয়ে যাওয়া ভুল বা মিথ্যা কথাগুলোর অভিশাপ থেকে মুসলিম জাতিকে উদ্ধার করতে পুস্তিকাটি ব্যাপকভাবে সহায়ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তা‘য়ালা আমাদের এ চেষ্টাকে কবুল করুন। আমিন! ছুম্মা আমিন!
Title
গবেষণা সিরিজ - ২০ : কবীরা গুনাহসহ মৃত্যুবরণকারী মু’মিন জাহান্নাম থেকে মুক্তি পাবে কি?
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।