আল কুরআনের অনুবাদ (তরজমা) ও ব্যাখ্যা (তাফসীর) করার প্রচলিত ও প্রকৃত নীতিমালা আলোচ্য বিষয়ের সারসংক্ষেপ আল কুরআন বর্তমান পৃথিবীতে উপস্থিত থাকা একমাত্র নির্ভুল ঐশী গ্রন্থ। এটি পৃথিবীর সকল মানুষের জীবন পরিচালনার তথ্য ও বিধি-বিধান ধারণকারী গ্রন্থ। আল কুরআনের ভাষা আরবী। তাই, আরবদের জন্য কুরআনের অনুবাদ লেখার প্রয়োজন পড়ে না। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষের (মুসলিম ও অমুসলিম) মাতৃভাষা আরবী নয়। তাই অনারব মানুষদের কুরআনের জ্ঞান অর্জনকে সহজতর করার নিমিত্তে অন্য ভাষায় কুরআনের অনুবাদ (Translation) লেখা বা বলা বিশেষভাবে প্রয়োজন। অনুবাদে যদি ভুল থাকে তবে তা পড়ে মানুষ ভুল জ্ঞান অর্জন করবে। তাই, অনুবাদককে সর্বাত্মক চেষ্টা করতে হবে নির্ভুল অনুবাদ লেখার জন্য। আর এটি করতে হলে কুরআনের অনুবাদের সঠিক নীতিমালা জানতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় আল কুরআনের অনুবাদের প্রকৃত নীতিমালা বর্তমান মুসলিম জাতির নিকট উপস্থিত নেই। তাই, প্রচলিত প্রায় সকল অনুবাদে মৌলিক ত্রুটি উপস্থিত আছে। অন্যদিকে আল কুরআনের অনুবাদ জানলে কুরআনের সব জানা হয়ে গেলো বিষয়টি মোটেই এরূপ নয়। কুরআন সঠিকভাবে জানতে হলে কিছু কিছু শব্দ বা বাক্যের ব্যাখ্যা জানা খুবই প্রয়োজন। এটা আরব ও অনারব উভয়ের জন্য প্রযোজ্য। উদাহরণ হিসেবে ‘আকিমুস্ সালাত’ কথাটি ধরা যায়। ‘আকিমুস্ সালাত’-এর অনুবাদ হলো ‘সালাত প্রতিষ্ঠা করো’। কিন্তু ‘আকিমুস্ সালাত’ কথার শুধু এ অনুবাদটি জানলে আল্লাহ তা’য়ালার দেয়া এ মহাগুরুত্বপূর্ণ আদেশটির তেমন কিছুই জানা হলো না। এ আদেশটিতে আল্লাহ তা’য়ালা কি বলেছেন তা জানতে হলে সালাত প্রতিষ্ঠা করা কথাটির ব্যাখ্যা জানতে হবে। আর ‘আকিমুস্ সালাত’ কথাটির সঠিক ব্যাখ্যা করতে হলে কুরআন ব্যাখ্যার (তাফসীর) নীতিমালা জানতে হবে। অনুবাদ করার ন্যায় কুরআনের সঠিক ব্যাখ্যা করতে হলেও কুরআন ব্যাখ্যার সঠিক নীতিমালা অবশ্যই জানতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় আল কুরআনের ব্যাখ্যারও প্রকৃত নীতিমালা বর্তমান মুসলিম জাতির নিকট উপস্থিত নেই। তাই, কুরআনের প্রচলিত প্রায় সকল ব্যাখ্যা (তাফসীর) গ্রন্থে মৌলিক ত্রুটি উপস্থিত আছে। আর তাই, কুরআনের অনুবাদ ও ব্যাখ্যার প্রকৃত নীতিমালা মুসলিম জাতি ও বিশ্বমানবতার জন্য অতীব গুরুত্বপূর্ণ এক বিষয়। আলোচ্য বইটিতে মুসলিম জাতি ও বিশ্বমানবতার মহাকল্যাণের জন্য আমরা এ বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ।
Title
গবেষণা সিরিজ - ২৬ : কুরআনের অর্থ (তরজমা) ও ব্যাখ্যা (তাফসীর) করার প্রকৃত নীতিমালা
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।