"চার দেওয়াল” বইয়ের ফ্ল্যাপের লেখা: দোলার স্বামী তুহিন সেলস অফিসার, প্রায়ই অফিসের কাজে সে বাইরে বাইরে ঘােরে। ছেলে তিতান কলেজে ছাত্র ইউনিয়ন নিয়ে জোর মজে আছে। মেয়ে তিয়া মুক্ত বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের একটা কোর্স করার পাশাপাশি চাকরিও করছে। হালফিল তিয়া ঢুকেছে এক গাড়ি ডিস্ট্রিবিউটারের শশা-রুমে। তিয়ার বয়ফ্রেন্ড সূর্য। সবাই যার যার মতাে ব্যস্ত। শুধু দোলারই নিজস্ব জীবন নেই, সে সবার জীবনের সহকারিণী মাত্র। কিশােরী বয়সে দোলা অংশুদার নাটকের গ্রুপে কাজ করেছে কিছুদিন। অংশুদা তাদের হিরাে ছিল। হঠাৎ এতদিন পরে আবার মধ্যবয়সী দোলা অংশুদার ফোন পায়, আবার থিয়েটারে ফিরে আসার প্রস্তাব তাকে টলিয়ে দেয় কিছুটা। কিন্তু জীবন বদলানাের সাহস তার কই? এদিকে তিয়ার সঙ্গে আলাপ হয় ইন্দ্রজিৎ রায়ের, যে মূক-বধিরদের নিয়ে একটা এন. জি. ও চালায়। ক’দিন পরেই টিভির খবরে জানা যায় ইন্দ্রজিৎ স্বপ্নের মানুষ নয়, আসলে একজন প্রতারক। তিয়া ভেঙে পড়তে পড়তে টের পায়, ইন্দ্রজিৎ যেমন প্রতারক, তেমনই সূর্য একজন আধিপত্যবাদী। অসুস্থ হয়ে পড়ে তিয়া। অবশেষে একটা কঠিন সিদ্ধান্ত নেয় সে। সুচিত্রা ভট্টাচার্যের চার দেওয়াল’ উপন্যাস স্বপ্ন ও স্বপ্নভঙ্গের আশ্চর্য এক কাহিনি।
সুচিত্রা ভট্টাচার্য বিংশ শতাব্দীর শেষভাগে আত্মপ্রকাশ করা একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। সুচিত্রা ভট্টাচার্যের বই সমূহ পাঠকদের প্রবলভাবে টানতে পেরেছে সমসাময়িক মধ্যবিত্ত শহুরে জীবনের টানাপোড়েন, পরিবর্তনশীল মূল্যবোধ আর নৈতিক অবক্ষয়কে ফুটিয়ে তোলার মাধ্যমে। সেই সাথে নারীর জীবনের দুঃখ-যন্ত্রণা, অনুভূতিগুলোও ছিলো সুচিত্রা ভট্টাচার্য এর বই সমগ্র’র আরেক উপজীব্য বিষয়। সুচিত্রা ভট্টাচার্য ১৯৫০ সালের ১০ই জানুয়ারি বিহারের ভাগলপুরে মামারবাড়িতে জন্মগ্রহণ করেন। যদিও লেখিকার বাবার বাড়ি ছিলো মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। কিন্তু লেখিকার স্কুল ও কলেজ জীবনের পুরোটাই কাটে কলকাতা শহরে। কলকাতার যোগমায়াদেবী কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান উচ্চশিক্ষা লাভের জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সময়ই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। কর্মজীবনে প্রথমে বিভিন্নস্থানে চাকরি করে সরকারি চাকরিতে থিতু হন। কিন্তু ২০০৪ সালে পুরোপুরিভাবে লেখালেখিতে মনোনিবেশ করার জন্য চাকরিতে ইস্তফা দিয়ে দেন। প্রায় সাড়ে তিন দশকের দীর্ঘ সাহিত্যিক জীবনে সুচিত্রা ভট্টাচার্য অসংখ্য ছোটগল্প ও চব্বিশটি উপন্যাস রচনা করেছেন। তিনি বাংলা সাহিত্যে ‘মিতিন মাসি’র মতো নারী গোয়েন্দা চরিত্র সৃষ্টি করে গিয়েছেন যা পাঠকদের কাছে আজও সমান জনপ্রিয়। সুচিত্রা ভট্টাচার্যের ছোটগল্পগুলো দিয়েই মূলত তিনি সাহিত্যে প্রবেশ করেন। কিন্তু তাঁর রচিত উপন্যাসগুলো তাঁকে লেখক হিসেবে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কাছের মানুষ, দহন, কাচের দেওয়াল, হেমন্তের পাখি, নীল ঘূর্ণি, অলীক সুখ, গভীর অসুখ, উড়ো মেঘ, ছেঁড়া তার, আলোছায়া, অন্য বসন্ত, পরবাস, পালাবার পথ নেই, আমি রাইকিশোরী ইত্যাদি। সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস গল্প ‘দহন’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ১৯৯৭ সালে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়াও লেখিকার উপন্যাস অবলম্বনে ‘ইচ্ছে’, ‘রামধনু’, ‘অলীক সুখ’, ‘অন্য বসন্ত’ এর মতো বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে। সাহিত্যে অবদানের জন্য এই বাঙালি নারী সাহিত্যিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী মেডেল (২০০৪), কথা পুরস্কার (১৯৯৭), তারাশংকর পুরস্কার (২০০০), দ্বিজেন্দ্রলাল পুরস্কার (২০০১), শরৎ পুরস্কার, ভারত নির্মাণ পুরস্কার, সাহিত্য সেতু পুরস্কার, শৈলজানন্দ স্মৃতি পুরস্কার এর মতো নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। আজীবন তিনি কলকাতার ঢাকুরিয়ার বাড়িতে বসে লেখালেখি চালিয়ে গিয়েছেন। সেখানেই ২০১৫ সালের ১২ই মে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন সুচিত্রা ভট্টাচার্য।