"স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস (১৮৮৫-১৯৪৭)" বইয়ের ফ্ল্যাপের লেখা: প্রথিতযশা ঐতিহাসিকের দীর্ঘদিনের অপঠনপাঠন ও গবেষণার ফলশ্রুতি এই গ্রন্থ সর্বভারতীয় পটে, বিচিত্র উপাদানের ভিত্তিতে, স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম নিরপেক্ষ ও নির্মোহ মূল্যায়ন। সংখ্যাতত্ত্বের নিপুণ ব্যবহারে যেমন তা এক তন্নিষ্ঠ মাত্রা যােগ করেছে, তেমনি পটুত্ব দেখিয়েছে কংগ্রেস, বিপ্লবী, সাম্যবাদী ও লীগ রাজনীতির ; অহিংস ও সহিংস পদ্ধতির ; কেন্দ্র, প্রাদেশিক ও স্থানীয় শক্তির এবং হিন্দু ও মুসলিম সাম্প্রদায়িকতার জটিল টানাপােড়েন বিশ্লেষণে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কেন বিভিন্ন শ্রেণী প্রতিবাদ করেছে, কোন্ ক্ষেত্রে বিভিন্ন দল কংগ্রেস মঞ্চে যােগ দিয়েছে বা তা ত্যাগ করেছে, কী ধরনের নেতৃত্ব উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তকে এক মহাভারতীয় সংগ্রামের সামিল করেছে, তার দ্বন্দ্ব-মিলনমুখর ঐকতান এতে ধ্বনিত। ব্রিটিশ, হিন্দু ও মুসলিম সব পক্ষের পরিবর্তমান রণকৌশল কীভাবে দেশভাগের ট্রাজেডি ঘটাল, তার মর্মন্তুদ বিবরণ এতে বর্ণিত। সমসাময়িক সাহিত্যের ব্যবহারে সমৃদ্ধ, অভিনব উল্লেখের আলােকে উদ্ভাসিত, সংগ্রামের স্তর, পর্ব, পদ্ধতি ও পরিণতি বিশ্লেষণে অনন্য, মনস্তাত্ত্বিক ইঙ্গিতে ব্যঞ্জনাময় এই গ্রন্থ ইতিহাস সাহিত্যে এ-যুগের অন্যতম শ্রেষ্ঠ সংযােজন।
Title
স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস (১৮৮৫-১৯৪৭)
জন্ম ১৮ ফেব্রুয়ারি, ১৯২১ । মেদিনীপুরের দেভোগ-এ । পড়াশোনা তমলুক হ্যামিলটন হাই স্কুলে, প্রেসিডেন্সি কলেজে, কলম্বিয়া ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে। প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন । গৌরবময় সাফল্য পরবর্তী ক্ষেত্রেও । কর্মজীবন : প্রেসিডেন্সি কলেজে ইতিহাস বিভাগের প্রধান (১৯৫৭-৬৯) ; কলকাতা বিশ্ববিদ্যালয় আশুতোষ অধ্যাপক (১৯৬৯-৮৬) । ইউ. জি. সি-এর সদস্য | সিন্ডিকেটের সদস্য ও ডিন ।। গবেষণা ; প্রথম ফুলব্রাইট স্কলার, রকফেলার ফেলো ইত্যাদি । গান্ধী লেকচারার, লন্ডন (১৯৭৪)। রাশিয়া, জাপান, ফ্রান্স প্রভৃতি দেশে আমন্ত্রিত । বিবাহ ১৯৪৬ সালে। স্ত্রী দীপ্তি ত্ৰিপাঠী—বর্তমানে বেথুন কলেজের অধ্যক্ষা । দুই সন্তান । পুত্র ও কন্যা উভয়েই কৃতী। রচনাঃ প্রথম গবেষণা গ্রন্থ -Trade and Finance in the Bengal Presidency 1793-1833 আর্চায যদুনাথ অক্সফোর্ডের অধ্যাপক ভিনসেন্ট হালোঁ প্রমুখ। কর্তৃক উচ্চ প্রশংসিত । ক্লাসিক” রূপে স্বীকৃত । অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সাংস্কৃতিক যোগাযোগে চরমপন্থীদের যে বিশেষ মানুসিকতা গড়ে উঠছিল তার বিশ্লেষণ The Extremist Challenge পথিকৃৎ । বিদ্যাসাগরের অভিনব মূল্যায়ন Traditional Moderniser গ্রন্থে । প্রবন্ধ সংকলন—“ইতিহাস ও ঐতিহাসিক” । ইতিহাস দর্শনের প্রথম পদক্ষেপরাপে এ-গ্ৰন্থ পেয়েছে আনন্দ পুরস্কার ।