بسم الله الرحمن الرحيم ছালাত শিক্ষার ক্ষেত্রে নির্ভরযােগতা ও জনপ্রিয়তার শীর্ষে ওঠা ছালাতুর রাসূল (ছাঃ)-এর ৪র্থ সংস্করণ বের করতে পেরে আমরা সর্বান্তঃকরণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। কঠোর অধ্যবসায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাননীয় লেখক পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলােকে যে সংস্কারধর্মী লেখনী সমূহ সমাজকে একের পর এক উপহার দিয়ে চলেছেন, অত্র ছালাতুর রাসূল (ছাঃ) তারই একটি অংশ। ইমাম আহমাদ বিন হাম্বল (১৬৪-২৪১ হিঃ/৭৮১-৮৫৫ খৃঃ) বলেন, যদি তুমি (বাগদাদের) একশত মসজিদেও ছালাত আদায় কর, তবুও তুমি কোন একটি মসজিদে রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের ছালাত দেখতে পাবে না। অতএব তােমরা আল্লাহকে ভয় কর এবং তােমাদের নিজেদের ছালাত ও তােমাদের সাথীদের ছালাতের প্রতি দৃষ্টি দাও’(আবু ইয়া'লা, তাবাক্বাতুল হানাবিলাহ (বৈরূত: দারুল মা'রিফাহ, তাবি) ১/৩৫২)। এটি ছিল দূর অতীতের অবস্থা। এক্ষণে আমাদের এ ফিতার যুগে অবস্থার অবনতি কতদূর হয়েছে, তা সহজেই অনুমেয়। প্রধানতঃ অজ্ঞতা, সংকীর্ণতা ও শৈথিল্যবাদিতার ফলেই এগুলি ঘটেছে। অথচ ছাহাবায়ে কেরাম ও তাবেঈনে এযাম থেকে অবিরত ধারায় একথা বর্ণিত হয়েছে যে, কোন বিষয়ে হাদীছ পেলে তারা বিনা শর্তে তার উপর আমল করতেন’ (অলিউল্লাহ দেহলভী, আল-ইনছাফ, বৈরূত: পূঃ ৭০)। এতদ্ব্যতীত ইমাম আবু হানীফা (৮০-১৫০ হিঃ) সহ সকল মুজতাহিদ ইমাম বলেছেন যে, ছহীহ হাদীছই আমাদের মাযহাব’ (শা'রানী, কিতাবুল মীযান, দিল্লী: ১/৭৩)। উল্লেখ্য যে, শরী'আতের ব্যাখ্যা অবশ্যই হতে হবে ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের বুঝ অনুযায়ী, অন্যদের বুঝ অনুযায়ী নয়। রাসূল (ছাঃ) বলেন, কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে তার ছালাত সম্পর্কে। ছালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে। আর ছালাতের হিসাব বেঠিক হলে অন্য সব আমল বরবাদ হবে (সিলসিলা ছহীহাহ হা/১৩৫৮)। সেকারণ মাননীয় লেখক সমাজের এই গুরুত্বপূর্ণ দিকটির প্রতি গভীরভাবে দৃষ্টি দিয়েছেন এবং চূড়ান্ত সাধনার মাধ্যমে মুহাদ্দেছীন ও সালাফে ছালেহীনের মাসলাক অনুসরণে ছহীহ হাদীছের ভিত্তিতে অত্র বইটি রচনা করেছেন। এ বইয়ের অনন্য বৈশিষ্ট্য হল, বড় একটি বিষয়কে ছােট পরিসরে বিশুদ্ধ দলীল সহ পেশ করা। আল্লাহভীরু মুসলমানের জন্য এ বই পরকালীন মুক্তির পথে আলােকবর্তিকা হবে বলে আমরা বিশ্বাস করি। সঙ্গত কারণেই বইয়ের কলেবর বৃদ্ধি পেয়েছে। ১ম সংস্করণে ৮০ পৃঃ, ২য় সংস্করণে ১৪৪ পৃঃ, ৩য় সংস্করণে ২৪৮ পৃঃ এবং ৪র্থ সংস্করণে ৩০৪ পৃঃ হয়েছে। উল্লেখ্য যে, ৪র্থ সংস্করণের হুবহু অনুবাদ হিসাবে ১ম ইংরেজী সংস্করণ একই সাথে প্রকাশিত হল। ফালিল্লা-হিল হামদ। বেপরিশেষে আমরা দারুল ইফতা ও গবেষণা বিভাগের সম্মানিত সদস্যগণকে এই বিশ্বজনীন গ্রন্থটি প্রকাশে আন্তরিক সহযােগিতার জন্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এ মূল্যবান বইটি মাননীয় লেখকের ও তাঁর পিতামাতা ও পরিবারবর্গের এবং এর সাথে সংশ্লিষ্ট ও সহযােগী সকলের পরকালীন মুক্তির অসীলা হৌক, এই দো‘আ করি -আমীন!
বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব। ১৯৪৮ সালের ১৫ জানুয়ারী সাতক্ষীরার বুলারাটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা আহমাদ আলী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একজন বিখ্যাত আহলে-হাদিস আলেম ছিলেন। তাঁর শিক্ষাজীবনের শুরু সাতক্ষীরার কাকডাঙ্গা সিনিয়র মাদরাসা থেকে। এই প্রতিষ্ঠান থেকে তিনি দাখিল, আলিম ও ফাযিল এবং জামালপুর থেকে ১৯৬৯ সালে কামিল পরীক্ষা কৃতিত্বের সাথে পাশ করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানে মাদরাসা বোর্ডে আলিম ও কামিল পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব দেখান যথাক্রমে ১৬তম ও ৫ম হয়ে। অতঃপর তিনি কলারোয়া সরকারি কলেজ থেকে আইএ এবং খুলনার সরকারি মজিদ কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পিএইচডি গবেষণার জন্য ইংল্যান্ডে কমনওয়েলথ স্কলারশিপ অর্জন করলেও পরবর্তীতে আর যাননি। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজে খন্ডকালীন লেকচারার হিসেবে যোগদান করেন। একই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলাম শিক্ষা বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। এই বিভাগ থেকেই ২০১৬ সালে অবসর নেন। তিনি লেখালেখি করেন রাজনীতি, অর্থনীতি্ সাহিত্য, রাষ্ট্রনীতি, ধর্ম প্রভৃতি বিষয়ে। জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় তাঁর প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধের সংখ্যা প্রায় ৫ শতাধিক ছাড়িয়েছে। তিনি ধর্মীয় প্রতিষ্ঠান ‘আহলে-হাদীস আন্দোলন-বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা ও বর্তমান আমীর। মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব এর বই সমূহ মূলত ধর্মীয় বিভিন্ন বিষয়, আহলে-হাদীস আন্দোলন, নবী-রাসূলদের জীবনী, ইসলামি খেলাফতের প্রাচীন ও বর্তমান অবস্থার দিকে বেশি গুরুত্ব দেয়। এই ইসলামি চিন্তাবিদ ও গবেষক পেশাগত কাজে দেশে-বিদেশে ভ্রমণ করেছেন। আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজি ভাষায় তাঁর দক্ষতা রয়েছে। পাঠক সমাদৃত মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব এর বই সমগ্র হলো ‘আহলে হাদীস আন্দোলন কী ও কেন’, ‘জীবন দর্শন’, ‘ইনসানে কামেল’, ’ছালাতুর রাসূল (ছাঃ), ‘তিনটি মতবাদ’ ইত্যাদি। ২০০০ সালে সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজব্রত পালন করেন তিনি।
সঠিক নিয়মে নামাজ পড়ার জন্য এটা একটা ভাল মানের বই । এই বইয়ে নামাজের যে দলিল দেওয়া হয়ছে তার হাদিস নাম্বার দেওয়া আছে । যে কেও ইচ্ছা করলে হাদিস নাম্বার মিলিয়ে দেখতে পারে । বইটি কোন একটি মাযহাবের জন্য না, বইটা সকলের জন্য । যদি সঠিক নিয়মে নামাজ পড়তে চান , তাহলে একবার হলেও বইটি পড়তে পারেন ।নামাজই প্রধান ইবাদত, তাই এই নামাজ সঠিক নিয়মে পড়া দরকার ।সঠিক নিয়ম না জানলে নামাজ কবুল হবে না। এই জীবনে নিজের জন্য কিছু কিনতেগেলে অনেক চিন্তা করি , যে কোনটা ভাল হবে ?, এটা pure কি না ? আর পরকালের জন্য কাজ করবো কিন্তুু যাচাই করবো না, তাহলে বলতে হয় আমার মত বোকা আর কেও নাই । সমাজে বিভিন্ন নিয়মের নামাজ দেখা যায়, তাই আমি সঠিক নিয়মটা জানার জন্য অনেক বই পড়ছি এবং হাদিস নাম্বার মিলিয়ে দেখছি, আমার কাছে এই বইয়ের দলিল সবচেয়ে pure মনে হয়ছে । নামাজের শুরু থেকে শেষ পযন্ত দলিল(হাদিস নাম্বর ) সহ বিস্তারিত আছে ,অনেক দো’আ ও সূরা আছে ।
Read More
Was this review helpful to you?
By সানজিদ প্রধান,
15 Dec 2019
Verified Purchase
আলহামদুলিল্লাহ , সালাত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় , খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত । কিন্তু আমাদের দেশের অনেক মুসলমান ভুল পদ্ধতিতে নামাজ আদায় করে যা ঠিক নয় । উক্ত সালাতুর রাসুল সাঃ বইটিতে সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আমাদের পড়া উচিত । সালাত সঠিক ভাবে আদায় করা আমাদের শেখা উচিত । উক্ত বইটি আপনারা সকলে পড়ার চেষ্টা করবেন , এবং অন্যকে বইটি সম্পর্কে বলার চেষ্টা করবেন ইন শা আল্লাহ । উক্ত বইটি আপনারা পড়বেন , বইটি আমাদের পড়া উচিত সঠিকভাবে সালাত আদায় করা উচিত। বইটি ভাল আপনারা পড়বেন ।
Read More
Was this review helpful to you?
By Md. Sharif Ahammed,
15 Dec 2023
Verified Purchase
বইটির অন্যতম গুন হল রেফারেন্স গুলো। আমি ধরে ধরে কিছু রেফারেন্স চেক করেছি, যেমনটা কোরঅান কিংবা হাদিসে বর্ণিত তেমনটাই পেয়েছি। চাইলে নিতে পারেন আপনারা। আর রকমারিকে অবশ্যই ধন্যবাদ এই জন্য যে তারা অল্প সময়েই ডেলিভারি করে থাকেন।
Read More
Was this review helpful to you?
By Ashikur Rahman,
29 Oct 2021
Verified Purchase
আপনি যদি সঠিক সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে চায় তাহলে এই বইটি আপনার জন্য। আমরা নামাজে কত রকম ভুল করে থাকি এই বইটি পড়ে আপনি তা জানতে পারবেন। আমার মনে হয় সবার ঘরে ঘরে এই বইটি থাকা উচিত।
Read More
Was this review helpful to you?
By H.M. Irfan Emu,
07 Oct 2024
Verified Purchase
নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করতেন। তা নিয়ে বিশুদ্ধভাবে জানার জন্য রেফারেন্সভিত্তিক সেরা একটি বই।
Read More
Was this review helpful to you?
By শেখ আফজাল হোসেন ,
28 Aug 2020
Verified Purchase
সহিহ ভাবে সালাত আদায় করার জন্য,এই বইটি সংগ্রহ করতে পারেন। কোরআন-হাদিস অনুযায়ী দলিল দেওয়া হয়েছে বইটিতে।
Read More
Was this review helpful to you?
By এহসানুল মাহবুব জোবায়ের ,
18 Sep 2019
Verified Purchase
অনেক ভাল একটা বই,কিনে অনেক উপকার হলো,লেখক কে ধন্যবাদ এমন ভাল একটা বই লেখার জন্য
Read More
Was this review helpful to you?
By Md Polash Mondal,
31 Jan 2024
Verified Purchase
নামাজ শিক্ষার জন্য একটা উত্তম বই। প্রতিটির মুসলমানের সংগ্রহে রাখা দরকার।
Read More
Was this review helpful to you?
By sagor islam,
10 Aug 2023
Verified Purchase
আলহামদুলিল্লাহ বইটি খুবি উপকারী অনেক কিছু জানতে পারলাম যা আগে জানা হয়নি❤️
Read More
Was this review helpful to you?
By এজাজ আহম্মেদ সাকিব,
21 Apr 2021
Verified Purchase
খুবই ভালো উপকারী বই এটি। সুদ্ধ ভাবে নামাজ আদায়ের জন্য অনেক দরকারী বই এটি।
Read More
Was this review helpful to you?
By Md Obaidullah,
18 Jan 2022
Verified Purchase
সুন্দর বই সালাতের অনেক খুটিনাটি বিষয়
নিয়ে আলোচনা করা হয়েছে।
Read More
Was this review helpful to you?
By Sinan,
23 Jan 2019
Verified Purchase
Onek valo ekta book And thnx to rokomari for quick delivery.
Read More
Was this review helpful to you?
By Md Imran,
05 Nov 2021
Verified Purchase
যেমনটা আশা করেছিলাম তেমনটি বইটির মান শুকরিয়া আপনাদের সকলকে
Read More
Was this review helpful to you?
By Md. Rubel Ali,
06 Jan 2021
Verified Purchase
আল্লাহ আমাদের সবাইকে সহীহ সালাত আদায়ের তওফিক দিক ।
Read More
Was this review helpful to you?
By Md. Ahsan Ullah,
09 Feb 2022
Verified Purchase
খুবই চমৎকার বই, সালাত শিক্ষার ও আক্বীদার অনন্য বই।