ফ্ল্যাপে লিখা কিছু কথা আমাদের শৈশব ছিল খুবই সাধারণ । একজন কিশোরের জন্য যতো শাসন ও নির্দেশ ছিল,তার প্রতি কারো ততো অভিনিবেশ ছিলো না; যতো অপমান ও শান্তি ছিল ততো আদর ও ক্ষমা ছিলো না এর মধ্যে যেসব কিশোর-কিশোরী একটু অন্যরকম,নদী যাদের সঙ্গী হয় ,বাতাসকে যারা চিঠি লিখে ,তাদের জন্য কোথাও কোনো জায়গা ছিল না। সেই জায়গাটি খুঁজতে খুঁজতে নির্লিপ্ত নয়ন কবি হয়ে উঠেছেন। তাঁর অভিজ্ঞতা অনেক বেশি গাঢ়,স্নায়ূ অনেক সংবেদনশীল;তাঁর দৃষ্টি একই সাথে সহজ ও তীব্র। পাঠক নির্লিপ্ত নয়নের কবিতায় আপনি ঘুমের সঙ্গে জড়ানো একটা যুক্ত বর্ণ বেদনাফল দেখতে পাবেন। আপনার ভাল লাগবে। জাফর আহমেদ রাশেদ ক্রম *সুর *উন্নীলন *ক্রীতদাস *নৈঃশব্দ্যের আঙুল *শীত ঘটনার স্মৃতি *চোর *নিক্তি *অসামপ্ত রাত্রির ফ্ল্যাপ *যদিচিহৃ *আমি,হোটেল বয় ও অন্যান্য *আঁধি *রূপকথা *জাগরী কারাগার *নিম্নবর্গ *শুকনো পাতার ঝরা বনে *এই সব সাধারণ জ্ঞান *সন্ধ্যার দেশ *গল্পের জীবন *বসন্ত শেষের চৈত্র *ফুল কুমারের ক্লাস নোট *দাসী,বর্মহীন *অশ্রু ও কান্নাপোশাক *দলছুট *পালক *ময়ূরজীবন,বার্তা হচ্ছি *স্টোভ *টি-স্টল *আত্নহত্যার আগে *কণ্টক বাগান *মাস্তুল *হলুদ আত্নজীবনী *ছিন্নপত্র ও সর্বনাস *প্রভা মন্দিরে *তারা ভরা নরকরাত্রি *সাত ভাই ও সপ্তমোহর *শেষরাত্রির অনুগ্রহ
জন্ম ২৫ জুন ১৯৮১, ঝিনাইদহ শহরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। লেখালেখির শুরু নির্লিপ্ত নয়ন নামে, ছােটকাগজে। কাব্যগ্রন্থ রাত্রির অদ্ভুত নিমগাছ (২০১১), আলাদিনের গ্রামে (২০১৬), কলহবিদ্যুৎ '(২০১৯); নাট্যগ্রন্থ নৃত্যকী (২০১৬)। সম্পাদনা করেছেন ছােটকাগজ ' ঢেল সমুদুর (২০০১) ও শাখাভরা ফুল (২০০৯)। আলাদিনের গ্রামের জন্য ‘আদম সম্মাননা ২০১৬’ (ভারত) এবং নৃত্যকীর জন্য কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার '২০১৭' পেয়েছেন। কাজ করছেন দৈনিক প্রথম আলোয় সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে।