ফ্ল্যাপে লেখা কিছু কথা আবৃত্তি শিক্ষাসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০টি। ১. সাগর ছঁয়েছে আকাশ আমি তোমাকে(কাব্যগ্রন্থ), ২. তবুও চাই আলোকিত ভোর(কাব্যগ্রন্থ), ৩. এসো উচ্চারণ শিখি(গবেষণা), ৪. বাংলাদেশের মৃৎশিল্প(গবেষণা), ৫. বাংলাদেশের গাছপালা পরিচিতি(গবেষণা), ৬. ছোটদের মুনীর চৌধুরী (জীবনীগ্রন্থ), ৭. আবৃক্তির কবিতাসমগ্র(সম্পাদনা), ৮. আবৃত্তির উচ্চারণকৌশল(গবেষণা), ৯. ছোটরেদ ওস্তাদ মোমতাজ আলী খান(জীবনীগ্রন্থ), এছাড়াও নিয়মিত সম্পদনা করেছেন পৃথিবীর ক্ষুদ্রতম কাব্য সংকলন ‘ঘেউ।’ বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখে যাচ্ছেন কবিতা,প্রবন্ধ এবং সাহিত্য সমালোচনা। স্বীকৃতি : কবিতায় বাংলা একাডেমী তরুণ লেখক। প্রকল্প পুরস্কার ১৯৯৮, শ্রেষ্ঠ আবৃত্তিশিল্পী হিসেবে ইন্টরন্যাশনাল ফিল্ম সুভমেন্ট অ্যাওয়ার্ড ২০০২, আবৃত্তি প্রশিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদ সম্পদনা ক্রেস্ট ২০০৫। সূচিপত্র *আবৃত্তি : ক্রমবিকাশ ও বর্তমান প্রেক্ষাপট *আবৃত্তির উচ্চারণ *আবৃত্তির ছন্দ *আবৃত্তির কণ্ঠস্বরসাধনা *আবৃত্তির আবেগ, রস-অলংকার *আবৃত্তির পেশাগত উপযোগিতা *আবৃত্তির সমালোচনা *আবৃত্তিশৈলী *অনুষ্ঠান উপস্থাপনা *আবৃত্তি উপযোগী উল্লেখযোগ্য কিছু কবিতা *সহায়ক গ্রন্থ ও তথ্যপঞ্জি
ফয়জুল আলম পাপপু জন্ম ৫ ফেব্রুয়ারি ঢাকার নাজিম উদ্দিন রােড। মাতা : মােস্তারী বেগম, পিতা: মরহুম ফখরুল আলম। এস.এস.সি. আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় । এইচ.এস.সি ঢাকা কলেজ। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ (ঢাকা কলেজ) এম.এ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। একাধারে আবৃত্তিশিল্পীকবি-প্রাবন্ধিক-সমালােক-গবেষক এবং সাংস্কৃতিক সংগঠক নব্বইয়ের স্বৈরাচার বিরােধী আন্দোলনে রাজপথের অন্যতম লড়াকু সৈনিক। ছাত্রজীবনে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। নিবেদিতা সংগীত নিকেতন, বুলবুল ললিতকলা একাডেমী এবং নজরুল ইন্সটিটিউটে উচ্চাঙ্গ এবং নজরুল সঙ্গীতে প্রশিক্ষণ গ্রহণ। চলচ্চিত্র বিষয়ে উচ্চতর ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স-এ অংশগ্রহণ । বাংলাদেশ বেতার, বালাদেশ টেলিভিশন, বিভিন্ন স্যাটেলাইট টিভি, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমী, শিল্পীকলা একাডেমী, নজরুল ইন্সটিটিউটসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে আবৃত্তি পরিবেশন করেছেন অসংখ্যবার। আবৃত্তি প্রশিক্ষক হিসেবে বিভিন্ন আবৃত্তি কর্মশালার নিয়মিত প্রশিক্ষক। বাংলাদেশ শিশু একাডেমী, ঢাক বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন আয়ােজিত আবৃত্তি প্রতিযােগিতায় নিয়মিতভাবে বিচারকের দায়িত্ব পালন করে আসছেন। দেশের অন্যতম প্রধান আবৃত্তি দল ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন'-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দুটি আবৃত্তির অডিও ক্যাসেট (১. এবারই প্রথম তুমি'১৯৯৯, ২. কালিদাসের মেঘদূত-১৯৯২) বেরিয়েছে এ পর্যন্ত ।