Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Foijul Alom Pappu books

follower

ফয়জুল আলম পাপ্পু

ফয়জুল আলম পাপপু জন্ম ৫ ফেব্রুয়ারি ঢাকার নাজিম উদ্দিন রােড। মাতা : মােস্তারী বেগম, পিতা: মরহুম ফখরুল আলম। এস.এস.সি. আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় । এইচ.এস.সি ঢাকা কলেজ। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ (ঢাকা কলেজ) এম.এ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। একাধারে আবৃত্তিশিল্পীকবি-প্রাবন্ধিক-সমালােক-গবেষক এবং সাংস্কৃতিক সংগঠক নব্বইয়ের স্বৈরাচার বিরােধী আন্দোলনে রাজপথের অন্যতম লড়াকু সৈনিক। ছাত্রজীবনে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। নিবেদিতা সংগীত নিকেতন, বুলবুল ললিতকলা একাডেমী এবং নজরুল ইন্সটিটিউটে উচ্চাঙ্গ এবং নজরুল সঙ্গীতে প্রশিক্ষণ গ্রহণ। চলচ্চিত্র বিষয়ে উচ্চতর ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স-এ অংশগ্রহণ । বাংলাদেশ বেতার, বালাদেশ টেলিভিশন, বিভিন্ন স্যাটেলাইট টিভি, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমী, শিল্পীকলা একাডেমী, নজরুল ইন্সটিটিউটসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে আবৃত্তি পরিবেশন করেছেন অসংখ্যবার। আবৃত্তি প্রশিক্ষক হিসেবে বিভিন্ন আবৃত্তি কর্মশালার নিয়মিত প্রশিক্ষক। বাংলাদেশ শিশু একাডেমী, ঢাক বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন আয়ােজিত আবৃত্তি প্রতিযােগিতায় নিয়মিতভাবে বিচারকের দায়িত্ব পালন করে আসছেন। দেশের অন্যতম প্রধান আবৃত্তি দল ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন'-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দুটি আবৃত্তির অডিও ক্যাসেট (১. এবারই প্রথম তুমি'১৯৯৯, ২. কালিদাসের মেঘদূত-১৯৯২) বেরিয়েছে এ পর্যন্ত ।

ফয়জুল আলম পাপ্পু এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed