ফ্ল্যাপে লেখা কিছু কথা যখন যেমন মনে কির তাই হতে পাই যদি , আমি তবে এক্ষুণি হই ইচ্ছামতী নদী। রইবে আমর দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধার সন্ধেবেলায় নামবে অন্ধকার, আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে ঠিক তখনি গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গোরু মানুষ যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুনতরো বেশ নাম জানি নে, গ্রাম জানি নে, অদ্ভুতের এক -শেষ।।
সূচিপত্র * হারানোর মণির খোঁজে * দিন রজনী , আমার মন মানে না * আনন্দলোকে মঙ্গলালোকে * আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে: হুমায়ূন আহমেদ * বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার , আমার দেশ * মন ছুটেছে আজ তেপান্তরে * নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড় * ফুলে ফুলে ঢুলে ঢুলে গাহে পাখি কী যে গান * বর্ষার আবাহনে ব্যাংককের স্মৃতি * আমি চাই পথের আলো * বেহেশতের পারিজাত: নারিন্দার হুজুর সৈয়দ নজর ইমাম * বিলিয়ে দেয়ার অঙ্গিকার ঘুম জাগানিয়া পাখি * মায়াবতী থেকে অলকেশ: লক্ষ্ণৌর রূপকার * মেঘে মেঘে মেঘলা * মধুর তোমার শেষ যে না পাই * মন কেমনের সাম্পান * নতুন স্বপ্নের নববর্ষ * ওরে গৃহবাসী খোলা দ্বার * হৃদয় আমার জেগে ওঠো * হৃদয়ের কথা বলিতে ব্যাকুল * সে কোন বনের হরিণ * সে এক রূপকথারই দেশ * স্বপ্নের দেশ ইরানে * শোন আসমানী তাগিদ * সোনলী আগামীর প্রত্যাশা * সোনারঙের প্রহর * সুন্দর পৃথিবীর রূপকার * উদয়ের পথে শুনি কার বাণী * সৈয়দ মুজতবা আলী: মনের দর্পণে * অবাক পৃথিবী, অবাক করলে তুমি * কলমা গ্রামের যাদুমন্ত্র * বাঙালিয়ানা উৎসব, সরিষার তৈল * গুনে গরিমায় আমাদের নারী * ভালোবাসার গোলাপ ফোটানো ঈদ * আমলকির ঐ বনে বনে: রবীন্দ্র কাব্যে শীতের পরশ * মেঘলা দিনের ভাবনা * সন্ধ্যারাতের ধ্রুবতারা: নজরুল * নববর্ষের নব আনন্দে * আকাশে আজ ছড়িয়ে দিলাম * আলোর ভূবন: জসীমউদ্দিন * সোনারূপার জরি মোড়া দিন * আমার যে সব দিতে হবে
আসমা আব্বাসী জন্ম সিলেটে । মা সৈয়দা হিফজুন্নেসা খানম, পিতা প্রিন্সিপ্যাল মৌলবী হাবিবুর রহমান চৌধুরী। শৈশব থেকে বইপড়া ও সাহিত্যচর্চার প্রতি অনুরাগ মামা সৈয়দ মুজতবা আলীর প্রেরণায়।। সিলেটের নৈসর্গিক সৌন্দর্য হৃদয়ে ও লেখনীতে এনেছে কোমল স্পর্শ, যা ছােটদের জন্যে প্রচুর লেখায় প্রকাশ পায়। পেশা বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা, ১৯৯৫ সনে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে স্বর্ণপদক, ‘রত্নগর্ভা মা এওয়ার্ড’, ‘র্যাপাের্ট বাংলাদেশের কৃতি মহিলা এওয়ার্ড’ লাভ। ইনার হুইল জেলা ৩২৮-এর পাষ্ট বাের্ড মেম্বার ও জেলা চেয়ারম্যান ফিলা সেন্সর বাের্ডে তিন বছর সদস্য। সমাজসেবায় অগ্রণী, জাকাত বাের্ডের সদস্য, কেন্দ্রীয় কচি কাঁচার মেলার উপদেষ্টা, ঢাকা লেডিজ ক্লাবের সাহিত্য সম্পাদক, পরিবার পরিকল্পণা বাের্ডের সদস্য, রেডিও টিভির সফল আলােচক ও উপস্থাপক। বিদেশ ভ্রমণ তাঁর অন্যতম শখ, তারই সঙ্গে ভালােবাসেন বাগান চর্চা ও সাহিত্য চর্চা। সুবক্তা, সুলেখক, দু’কন্যার জননী। প্রকাশিত বই : কমলা রঙের দিনগুলি, বকুল বিছানাে পথে, পথিক মেঘের দল, সে কোন বনের হরিণ, হাসন রাজা, লাবনীর ভাবনা, যুগলবন্দী-সেতারে নয়, কবিতায়।