"নির্মাণ করি সুন্দর বাড়ী" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: প্রযুক্তি উন্নয়নের বাহন। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমেই একটি জাতি অভীষ্ট লক্ষ্যে পৌঁছে। দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে প্রযুক্তিগত তথ্য সম্পর্কে আমাদের আরও অগ্রসর হতে হবে এবং ব্যাপক জনগােষ্ঠীর মাঝে তা ছড়িয়ে দিতে হবে। সম্পদের সদ্ব্যবহার ও সর্বোত্তম ব্যবহার উপযােগী। দালানকোঠা নির্মাণে প্রযুক্তিগত জ্ঞান অপরিহার্য। পরিকল্পিত উদ্যোগ ও প্রযুক্তিগত দক্ষতা ছাড়া সুন্দর ও টেকসই দালান তৈরি করা যায় না। আমাদের দেশের সাধারণ মানুষ বাড়ি নির্মাণ কাজ হাতে নিয়ে হিমসিম খায়, বিভিন্নভাবে হয়রানি ও প্রবঞ্চিত হয়। নির্মাণ কৌশলসহ বিভিন্ন কাজে মালামালের পরিমাণ নির্ণয় ও নির্মাণ কাজের গুণগতমান নিয়ন্ত্রণ বিষয়গুলাে জানা থাকলে বাড়ি নির্মাণে একজন সাধারণ মানুষও সচেতন হয়ে উঠতে পারে। বাড়ি নির্মাণের সাথে সাথে এর রক্ষণাবেক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ইমারত ব্যবহার উপযােগিতা হারায় ও ইমারতের স্থায়িত্ব নষ্ট হয়। রক্ষণাবেক্ষণের সাধারণ বিষয়গুলাে ছাড়াও ইমারতে আগুন, আর্দ্রতা ও উঁইপােকার আক্রমণের কারণ, প্রতিরােধ ও প্রতিকার সম্পর্কে সকলের ধারণা থাকা প্রয়ােজন। পরিকল্পিত নগরায়ন এবং নিরাপদ ও দীর্ঘস্থায়ী বাসগৃহ নির্মাণে বিল্ডিং কোড ও ইমারত বিধিমালা মেনে চলা একটি অত্যাবশ্যকীয় বিষয়।