ভূমিকা বই পড়া কোন বিলাসিতা নয়। বই জ্ঞান অর্জনের জন্য্ বই বিনোদরেন জন্য্ বই-ই মানুষের প্রকৃত বন্ধু। বই কখনো কারও সাথে বিশ্বাসঘাতকতা করে না। আমাদের দেশে কিশোর কিশোরিরা ভৌতিক, হরর, থ্রিলার, রহস্যগল্প, সায়েন্সফিকশনসহ নানা রকমের বই পড়ে থাকে। কিন্তু অঙ্কের বইয়ের ব্যাপারে অনেক ক্ষেত্রেই তাদের আগ্রহ কম লক্ষ্য যায়। তোমাদের মধ্যে অনেকে আছে যারা অঙ্কের কথা শুনলেই আঁতকে ওঠে। ওদের ধারণা অঙ্ক একটি রস-কষহীন খোট্টা বিষয় ছাড়া আর কিছু নয়।
আসলে কিন্তু ব্যাপারটি মোটেই তেমন নয়। অঙ্কের মধ্যেও অনেক রস আছে, আছে মজার মজার বিষয়। অঙ্ক নিয়মিত চর্চা এবং অনুশীলনের বিষয়। এর মধ্যে লুকিয়ে আছে অনেক যাদু আছে খেলা। একবার যদি কারও মাথায় অঙ্কটা ঢুকে যায় তবে কিন্তু সে আর ঐ মজার বিষয়টি ছেড়ে দিতে পারে না। তার ভাবনার জগৎ আরও বিস্তৃতি লাভ করে। অঙ্কের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়।
তোমাদের মধ্যে যাদের যাদের অঙ্ক ভীতি আছে, অঙ্কের কথা শুনলে আঁতকে ওঠ, অথবা যারা অঙ্ক নিয়ে মজার মজার খেলা খেলতে পছন্দ কর এবং অঙ্ক নিয়ে ভাবতে ভালোবাস তাদের কথা মাথায় রেখে লেখা হল ‘অঙ্ক নয় বোঝা বুদ্ধি খাটালেই সোজা’ বইটি। আশাকরি বইটি তোমাদের অনেক ভালো লাগবে।
মোঃ জাকির হোসেন
সূচিপত্র * ঠকানো সংখ্যা * ধাঁধার উত্তর * ম্যাজিক বর্গ নিয়ে যত খেলা * ম্যাজিক বর্গের নানা রূপ * অঙ্কের পিরামিড * রাক্ষুসে যত সব সংখ্যা * মজার মজার অঙ্কের ধাঁধা * ধাঁধার উত্তর * বুদ্ধি খাটাও * ১ থেকে ১৬ পর্যন্ত ধাঁধার উত্তর * সহজ উপায়ে যোগ ও গুণ করার চমৎকার কৌশল * অঙ্ক নিয়ে খেলা * কোন সালে কোন মাসের কত তারিখে কি বার ছিল তা বলে দেয়া * চট করে কারো জন্ম-সন ও বইয়ের পৃষ্ঠা, সারি, শব্দের সংখ্যা বলা
প্রখ্যাত লেখক ও সাংবাদিক মোঃ জাকির হোসেনের জন্ম ১৯৬৭ সালের ১৫ই ফেব্রুয়ারি। পিরোজপুর জেলার অন্তর্গত ভাণ্ডারিয়া থানার এক ছোট্ট গ্রাম তেলিখালীতে আবদুল এবং সুফিয়া বেগমের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা খরস্রোতা কচা নদী কতবার যে তেলিখালীর উপর ভাঙনের থাবা বসিয়েছে তার হিসাব নেই। কিন্তু গ্রামের মানুষ কচা নদীর এই ভাঙন ভাঙন খেলার সাথে যুদ্ধ করেই বেঁচে আছে। আর শৈশব থেকেই মানুষের এই জীবনযুদ্ধের সাক্ষী মোঃ জাকির হোসেন। একদিকে গ্রামের সবুজ শ্যামল প্রাকৃতিক রূপ, অন্যদিকে নদী ভাঙনের ভয়াবহতা, দুয়ে মিলে তার মনের মধ্যে আলোড়ন তুলেছিল, যা তার লেখক সত্ত্বাকে জাগিয়ে তোলে। মোঃ জাকির হোসেনের বইগুলোতেও তাই পাওয়া যাবে তার গ্রামীণ জীবনের ছাপ। কিশোর বয়স থেকেই সাংবাদিকতা, লেখালেখি আর ফটোগ্রাফির প্রতি ঝোঁক তৈরি হয় তার, প্রচণ্ডরকম ভ্রমণপ্রিয়ও ছিলেন। ভ্রমণরত অবস্থায় প্রকৃতির সাথে সাথে লেখক মনের সংযোগ ঘটতো, যা তাকে সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। ১৯৯০ সালে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় চাকরি শুরু করবার মাধ্যমে সাংবাদিকতা জীবনের সূচনা করেন তিনি। এরপর থেকেই নিরন্তর লিখে চলেছেন এই লেখক। কিশোর উপযোগী গল্প, সায়েন্স ফিকশন, নাটক, থ্রিলার, অ্যাডভেঞ্চার, আত্মোন্নয়নমূলক গ্রন্থ- এগুলোই মূলত প্রাধান্য পেয়েছে মোঃ জাকির হোসেন এর বই সমূহতে। তবে উপন্যাস লেখাতেও তিনি সিদ্ধহস্ত এবং বেশ কিছু কিশোর উপন্যাসও রয়েছে মোঃ জাকির হোসেন এর বই সমগ্রতে। ‘ইংলিশ বিচিত্র’, ‘বারমুডা ট্রায়াঙ্গল’, ‘ড্রাকুলা’, ‘এক্সট্রা টিকেট’, ‘গ্রহান্তরি কিশোর’, ‘ভয়ঙ্কর প্রেতাত্মা’, ‘মুক্ত মনের কথা’ ইত্যাদি তার জনপ্রিয় রচনা।