ফ্ল্যাপে লিখা কথা ইতিহাসের অলিগলি-গ্রন্থটির মধ্যে দিয়ে সংক্ষিপ্তভাবে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণূ তথ্যাদির ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ কাজী আজহার আলী বিভিন্ন সময় বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছিলেন। তখন বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের কথা ভেবে অনেকগুলো দেশের ভ্রমণকথা ও গুরুত্বপূর্ণ তথ্যাদি লিখে রেখেছিণে। এসব তথ্যমূলক অবিজ্ঞতা ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক জ্ঞান অর্জনের সহায়ক ভূমিকা রাখবে। এজন্য সেসব তথ্যকথা ও ভ্রমণকাহিনী কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে আকর্ষনীয় করার উদ্দেশে গ্রন্থবদ্ধ লেখাগুলোর বিচিত্র শিরোনাম দেওয়া হল। ইতিহাসের অলিগলি পাঠ করে কোমলমতি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক স্তরের প্রভূত জ্ঞান অর্জন করবে বলে আমাদের বিশ্বাস।