ভূমিকা আমাদের জানার পরিধি বাড়াতে হবে মহাকাশ থেকে মহাসমুদ্রের অতল গভীর পর্যন্ত। কারণ জানার শেষ নেই। আর আমাদের আগ্রহও সীমাহীন। মাত্র কিছুদিন আগেও আমরা বিপদসংকুল আর তরঙ্গবহুল সাগর পাড়ি দিয়ে দূর দেশে যাবার জন্য ব্যবহার করতাম কাঠের পাল তোলা জাহাজ। ধীরগতির আর প্রকৃতির উপর নির্ভরশীল সেই জাহাজের জায়গায় এসেছে আধুনিক জাহাজ। আবিষ্কৃত হয়েছে সমুদ্রের অতল গভীরে চলার উপযোগী সাবমেরিন। আমাদের সামনে উন্মোচিত হয়েছে পানির নিচের সুবিশাল রহস্যের ভান্ডার। আমরা উপরের দিকে তাকালে দেখতে পাই মহাশূন্য আর মহাকাশ। কিন্তু আধুনিক বিজ্ঞানের আশির্বাদে মহাকাশের অনেক তথ্যই আমাদের জানা। তবেত, সভ্যতার ক্রমোন্নয়নের সাথে সাথে আমাদের জানার পরিধি বেড়েছে। সমুদ্রের অতল রহস্যও এখন আর রহস্যে ঘেরা নয়। এসব রহস্যও একটু একটু করে উন্মোচিত হতে শুরু করেছে। এখনও অনেক রহস্যের যবনিকা উঠতে সময় লাগবে। তবুও যতটুকু জেনেছি আমরা সেটুকুই বা কম কিসে। এই বইতে আমি বিভাগভিক্তিক কিছু বিষয় সাজিয়েছি এমনভাবে-যাতে আমাদের মধ্যে যাদের সবেমাত্র জ্ঞানের স্ফুরণ ঘটতে শুরু করেছে তারা এই বিষয়গুলো জানার জন্য আরও আগ্রহী হয়ে উঠতে পারে। আর সেই সাথে জানতে পারবে সমুদ্র বিষয়ক নানা প্রশ্নের উত্তর।