ভূমিকা কত বিচিত্র আমাদের এই পৃথিবী। এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। সীমাহীন এই জানার জগৎ। জানার ক্ষেত্রে কেউ ছোট কিংবা বড় নয়। বড়রাও যেমন জানতে আগ্রহী, ঠিক তেমনই ছোটরাও এই বিষয়ে কোনক্রমেই পিছিয়ে যাতে না পড়ে সেদিকে আমাদের দৃষ্টি দেয়া দরকার। আজকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ জ্ঞানের বেশ কিছূ বই পাঠ্যতালিকায় অন্তর্ভূত করা হয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। কারণ, প্রচলিত পড়াশোনার বাইরের জ্ঞান অর্জন করা খুবই জরুরী। চাঁদে মানুষ গেছে কিংবা যায়নি এতে হয়তো আমাদের মতো সাধারণ মানুষের কিছু যায় আসে না। কিংবা মঙ্গল গ্রহে কবে মানুষের বসতি হবে এই খবরও আমাদের সরাসরি তেমন উপকার করে না। তবুও আমরা এসব খবর জানতে চাই। সেটা আমাদের মনের জানার চাহিদার জন্য, জ্ঞানের বাড়তি খোরাকের জন্য। বাড়তি জ্ঞান অর্জন বা আহরণের ক্ষেত্রে সবসময় এক ধাপ এগিয়ে থাকাটাই হলো বুদ্ধিমানের পরিচায়ক। সেই দিকে দৃষ্টি রেখেই এই বইটি সম্পাদনা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলোকে ছোটদের উপযোগী করে সাজিয়ে বইটি তৈরি করা হয়েছে। বইটিতে বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। একজন বাংলাদেশী বাঙালি হিসেবে যেগুলো জানা অত্যবশ্যক। বইটি সকলের উপকারে লাগলেই আমার সকল শ্রম সার্থক হবে।