ফ্ল্যাপে লিখা কথা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আগে তৎকালীন পূর্ব বাংলার নিস্তরঙ্গ জনজীবনের এক অনবদ্য আখ্যান ‘কোনো এক গাঁয়ের কথা’ উপন্যাসে অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন ঔপন্যাসিক মো. মোশাররফ হোসেন ভূঞা। গ্রামীণ মানুষের বিশ্বাস, রাজনীতি, কুসংস্কার, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে তাদের একাত্নতার কথা নিজের অভিজ্ঞতার আলোকে বর্ণাঢ্য ব্যঞ্জনায় গ্রন্থিত হয়েছে উপন্যাসে পাতায় পাতায়। পাঠক কেবল একটি রোমাঞ্চকর উপন্যাস পাঠের সুখই এতে পাবেন না, পাবেন গ্রামীন জীবনপ্রবাহের ও পরিবর্তনের অবাক পালাবদলের ইতিবৃত্ত। সেই সময়ে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলি ঢাকার বিশ মাইল দূরে অবস্থিত বিংশ শতাব্দীর মধ্যভাগে গ্রামের প্রান্তিক জন-মানুষের মাঝে কতটা পৌঁছুতে পেরেছে এবং ওই সকল ঘটনা তাদের মাঝে কোন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে এ উপন্যাসে।
উপন্যাসের অনন্য প্রাপ্তি আঞ্চলিক ভাষার অবাধ ব্যবহার। উপণ্যাসিক বৃহত্তর ঢাকা এলাকার মানুষের কথ্যভাষার সার্থক ও সাবলীল ব্যবহার করে উপন্যাসকে ভিন্ন মাত্রা দিয়েছেন। চলমান সময়ে আঞ্চলিক উপন্যাস রচনা যেমন শ্রমসাধ্য ও দুঃসাহসিক কাজ তেমনি প্রকাশ করাও ঝুঁকিপূর্ণ।