শীলার মা আছে, বাবা কাছে নেই। ওর কিছুই নেই মূলত। কারণ চারপাশের অনৈতিকতা অস্থিরতা আর না পাবার বেদনায় সে সব সময়ই হতাশ। জীবনের প্রথমভাগেই না পেয়ে পেয়ে সে অতিষ্ট। ভার্সিটিতে ঢুকেই সে রাজনৈতিক মহাপ্রলয়ের মুখােমুখি। দেশের মানুষ যখােন চরম উৎকণ্ঠা থেকে মুক্তি পাবার জন্যে উদগ্রীব তখােন তার ভেতরের যে মানুষটিকে নিয়ে সে সবেমাত্র স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলাে সেই মানুষটিকেও সে পাচ্ছেনা দেখছেনা। মহাপ্রলয়ের ভেতরও সে সুখি হতে চেয়েছিলাে সকলের সাহচর্যে। কিন্তু প্রিয় সেই যুবকটিকেও কারাগারে নেয়া হয়েছে। শীলার এই কষ্টের সময় বাবা এসে দাঁড়ায় তার কাছে, মুখােমুখি নয়। মােবাইলের মাধ্যমে বাবা তাকে মােটিভেশন দিয়ে ফের মেরুদন্ড সােজা হয়ে দাঁড়াতে বলেন। বাবা আর প্রিয় সেই মানুষটির স্মৃতি ধরে নতুন করে দাঁড়াতে শিখে শীলা। তার ভেতর আবার অনেক সুখের ছায়া সে দেখতে পায়। বিষয়বস্তু,আঙ্গিক, লিখনরীতিতে শাওন আসগরের সিদ্ধহস্তের পরিচয় উপস্থিত। জীবনের বহুধানিষিক্ত রস, আবেগ আর প্রেমের ফোঁটা ফোঁটা স্পর্শের অন্বেষণ করেছেন লেখক। সমাজের উচ্চ-নিম্ন আস্থাকুড় থেকে পলে পলে সমস্যা ও সমাধানের উৎস খুঁজে লেখক বর্তমান বিকারগ্রস্থ, অনৈতিকতাপূর্ণ আর আত্বচেতনাহীন সমাজ পচনের কথাই তুলেছেন। তাঁর বর্ণনাগুন, ভাষার চাতুৰ্য্য এবং বিষয়বস্তুতে সহজ সরলীকরণ সংযােজন একটি বিরাট কৃতিত্ব। মাটির সাথে সংযুক্ত মনুষ্যজীবন, বাংলার চিরায়ত সবুজরুপের প্রেম যেমােন তিনি ছেঁকে ছেঁকে এনেছেন তেমনি শহর।
কবি-গল্পকার-ছড়াকার-ঔপন্যাসিকআবৃত্তিশিল্পী ও সাংবাদিক শাওন আসগর ঢাকা। বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে এম এস 'এস ও আইন বিজ্ঞানে এলএল বি ডিগ্রী অর্জন ' করেন। পিতা আলী আসগর, মাতা মিসেস রাফিয়া বেগম। কুমিল্লা জেলার মুরাদনগর ' থানার কোরবানপুর গ্রামে ২৩ শে মার্চ জন্মগ্রহণ করেন। বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। পুরস্কার ও সম্মাননা : সনেট কবি সফি। মােতাহার হােসেন পদক, নির্ণয় শিল্পী গােষ্ঠীর তারেক মাসুদ স্মৃতি পদক, ইসলামিক ফাউন্ডেশন-বাংলাদেশ, বাংলাদেশ ছড়া সাহিত্য পরিষদ, প্রত্যাশা সাহিত্য পরিষদ, বাংলাদেশ গণউন্নয়ণ সংস্থা কর্তৃক প্রথম। পুরস্কার, সাউথ এশিয়ান কালচার এসােসিয়েশন, বাংলাদেশ লেখক সংসদ, সেন্টার ফর ন্যাশনাল কালচার, সাপ্তাহিক। শারদীয় কর্তৃক সেরা লেখক পুরস্কার, অন্যধারা সাহিত্য সম্মাননা, পদক্ষেপ পুরস্কারসহ এ যাবত অনেক পদক ও সম্মাননা পেয়েছেন। বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। শাওন আসগর ইতােমধ্যে তিনি ভারত, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব-সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আইন পেশার পাশাপাশি বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বাংলাদেশ টেলিভিশন-সহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে কবিতা আবৃত্তি করেছেন এবং বাংলাদেশ বেতারের স্ক্রিপ্ট রাইটার হিসেবে। নিয়ােজিত ছিলেন এ ছাড়াও তিনি স্বকণ্ঠে পাঠ। করেছেন অনেক গল্প-কবিতা। তিনি বাংলা একাডেমির সদস্য।