"বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী" বইটির সম্পর্কে কিছু কথা: আল্লাহ তায়ালা আদি পিতা হযরত আদম (আঃ) হতে শুরু করে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) পর্যন্ত অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। উদ্দেশ্য ছিল একটাই, তা হলাে আত্মবিস্মৃত মানবজাতিকে সিরাতে মুস্তাকীমএর নির্দেশনা দান। আদি পিতা আদম (আঃ) ও বিবি হাওয়াকে দুনিয়ায় প্রেরণকালে মহান রাব্দুল আলামীন বলে দিয়েছেন- “দুনিয়াতে আমার পক্ষ হতে তােমাদের নিকট হেদায়াত যাবে। অনন্তর যারা তার অনুসারী হবে তাদের কোন ভয় ও শঙ্কা থাকবে না। (সূরা বাক্বারা : আয়াত ৩৮)। যুগে যুগে মানুষের হেদায়াতের জন্য নবী-রাসূলদের আগমন মূলতঃ উক্ত প্রতিশ্রুতিরই প্রতিফলন। সেই ধারাবাহিকতাই সমগ্র বিশ্বের জন্য আগমন করেন, সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব, মানবতার পরম বন্ধু ও নিখিল বিশ্বের অদ্বিতীয় নেতা, অবিসংবাদিত রাষ্ট্রীয় কর্ণধার ও আল্লাহর প্রিয়তম হাবীব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)। তাঁর জীবনচরিত বিধৃত হয়ে আছে দুনিয়ার মহাবিপ্লবের চিরন্তন চাবিকাঠি আল্লাহর কালাম আল-কুরআনে এবং শত শত হাদীস-গ্রন্থের মাধ্যমে। এটা যেন এক বিশাল মহাসমুদ্র। এই মহাসমুদ্র থেকে সামান্য এক কোষ পানি তুলে পাঠক সমাজের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। এতে সাফলতার দাবি করার মতাে দৃষ্টতা আমার নেই। তবে গ্রন্থখানি যদি পাঠক সমাজে সমাদৃত হয়, তবে আমার বা আমাদের এই পরিশ্রম সার্থক ও সফল হবে।