ফয়জুন্নেসা মণি ভিন্নমাত্রার লেখক। তিনি শিক্ষকতা করছেন আব্দুর রাজ্জাক স্কুল এন্ড কলেজে। ছোটদের পত্রিকা টইটম্বুরের নিয়মিত লিখেন তিনি। অমর একুশে গ্রন্থমেলায় এসেছে তাঁর নতুন বই- জীবন সাজাতে, জীবন রাঙাতে। পরিপাটি সুন্দও জীবন-যাপনের জন্য উপযোগি তথ্য-উপাত্ত দিয়ে সাজানো হয়েছে বইটি। বইটিতে যেসব বিষয়ে আলোকপাত করা হয়েছে সচেতন থাকুন জীবাণূ জগৎ থেকে, জীবন একটাই ভালো থাকা চাই, সুস্থ্য-সুন্দর থাকার জন্য, ওষুধ ব্যবহারে সতর্কতা, সুখী সুন্দর জীবনের জন্য, হাঁটুন ও শারিরীক পরিশ্রম হোক নিয়মিত, সুস্থ্যতার টনিক হাসি, চাই স্নিগ্ধ গভীর ঘুম, প্রয়োজন উজ্জল আলো- নির্মল বাতাস, স্বাস্থ্যের জন্য ভালো নিরামিষ খাবার, সকল নেশা পরিত্যায্য, সুগন্ধির সাহায্য নিন, বেশি খান দেশি ফল, বৈচিত্র্যময় খাবারে বাড়ে রুচি ও তৃপ্তি, মিষ্টি খান কম কম, বিশুদ্ধ পানির অপর নাম জীবন, নিয়ন্ত্রনে রাখুন রক্তচাপ, রাগ ভয় কিন্তু ভালো নয়, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, ভেষজে প্রাকৃতিক সুরক্ষা, আয়ুর্বেদে আছে উপকার ও প্রতিকার, জীবনটাকে সাজিয়ে তুলুন, জীবনে চাই পরির্তন : জীবনে চাই রঙের আলো, প্রফুল্লতায় চাই প্রশান্তির গোসল, ভ্রমণের রোডম্যাপ, পরিপাটি জীবন-যাপন, এই পথ চলা হোক নিরাপদ, উপহার নির্বাচনে কৌশল, কর্মক্ষেত্রে চাই সহমর্মীতা, শৃঙ্খলায় বাড়বে স্মৃতি শক্তি, ফিট থাকুন, ফিট রাখুন, ছন্দময় হোক আতিথেয়তা, হয়ে উঠুন প্রাণবন্ত মানুষ, একঘেয়েমি জীবনে আসুক নির্ঝঞ্ঝাট সারল্য, কৌশলী হোন কেনাকাটায়, ভারসাম্যপূর্ণ জীবনে স্বস্তি, যখন আপনি অতিথি, ব্যক্তিত্বের ম্যানরিজম, আশাবাদী হোন, রূপচর্চায় প্রাকৃতিক সুরক্ষা, ঘরোয়া রূপচর্চায় সুযোগ নিন, সাজতে হবে উৎসব বুঝে, দাগমুক্তির টোটকা, সমঝোতায় পূরণ হোক শিশুর বায়না। সবমিলিয়ে একটি চমৎকার তথ্যসমৃদ্ধ দরকারি বই এটি। উল্লেখ্য, ২০১০ সালে গৃহসজ্জার কলাকৌশল নামে ফয়জুন্নেসা মণি’র তৃতীয় বইটি প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতায় ৪র্থ বই ‘জীবন সাজাতে-জীবন রাঙাতে’। লেখিকার অন্যান্য বইগুলো হচ্ছে- ছোট গল্পের বই চুপিচুপি এবং কবিতার বই নিঃসঙ্গতা মুক্তির ছাড়পত্র।
ফয়জুন্নেছা মণি'র জন্ম ১৭ মে সুনামগঞ্জের নয়াহালট গ্রামে তার নানার বাড়ীতে। বাবা মো. আব্দুল হাকিম অবসরপ্রাপ্ত শিক্ষক মোহনঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। ফয়জুন্নেসা মণি লিখছেন ছোটবেলা থেকেই। লেখার প্রধান বিষয় কবিতা ও ছোট গল্প তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কলেজ জীবনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাস করেছেন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। তারপর ঢাকার - তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাষ্টার্স পাস করেন। বর্তমানে ঢাকায় বনশ্রী এলাকায় আব্দুর রাজ্জাক স্কুল এ- কলেজে শিক্ষকতা করছেন। পাশাপাশি প্রদায়ক হিসেবে লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকের ফিচার পাতায়। শিশু-কিশোর পত্রিকা 'টইটম্বুর'-এর নিয়মিত লেখালেখি করছেন। লেখা প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো'র বন্ধুসভায় (কবিতা), ডেসটিনি'র এক মূহুর্ত বিভাগে, সাপ্তাহিক এখন, দৈনিক জাহান (ময়মনসিংহ) সহ বিভিন্ন পত্র-পত্রিকায়। ফয়জুন্নেসা মণি প্রাবন্ধিক ও কলাম লেখক এস এম মুকুলের সহধর্মিনী। তার প্রকাশিত গ্রন্থ- নিঃসঙ্গতা মুক্তির ছাড়পত্র (কাব্যগ্রন্থ), চুপিচুপি ছোটগল্প), গৃহসজ্জার কলাকৌশল (তথ্যভিত্তিক), জীবন সাজাতে- জীবন রাঙাতে (লাইফস্টাইল), জীবনে বিজ্ঞান (লাইফ সায়েন্স)।