ড. জাহাঙ্গীর আলম একজন বিশিষ্ট কৃষি অর্থনীতিবীদ। তিনি একজন কৃর্তি গবেষক, সৃজনশীল লেখক ও কলামিষ্ট হিসেবে সুপরিচিত। তিনি শস্যখাত ও শস্য বহির্ভূত কৃষিখাতের উপর ব্যাপক আর্থ-সামাজিক গবেষণা পরিচালনা করেছেন। পল্লী উন্নয়ন, গ্রামীণ আয় বণ্টন, দারিদ্র্যবিমোচন, গ্রামীণ উন্নয়নে বেসরকারি খাতসমূহের প্রভাব, ভূমি সংস্কার, সেচ ব্যবস্থা, অর্থনৈতিক সংস্কার ও গ্রামীণ মহিলাদের আয় বণ্টন ও কর্মসংস্থান বিষয়ে অনেক সমীক্ষা কাজ সম্পাদনা করেছেন। তার কর্মজীবনের সিংহভাগ সময় অতিবাহিত করেছেন কৃষিখাতের উন্নয়ন ও গ্রামীণ মানুষের জীবনমানের উন্নয়নে। দেশের শতকরা প্রায় ৭০ ভাগ মানুষ গ্রামে বসবাস করেন। এদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই কৃষকরা কিভাবে তাদের জীবনমান উন্নয়নে রাতদিন পরিশ্রম করছেন। কৃষির উন্নয়নে, স্বল্প জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদনে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। টেকসই প্রযুক্তি নিজেরা উদ্ভাবন করে ব্যবহার করছেন, পরিবেশ সহিষ্ণু ফসল উৎপাদন করে নিজেরা টিকে আছেন। দেশে মানুষ যে হারে বেড়েছে কৃষির জমি বাড়েইনি, উপরন্তু ০.৭৪ শতাংশ হারে কমছে। সেখানে দেশ খাদ্যে স্বয়সম্পূর্ণ হচ্ছে এর পুরো অবদান কৃষকদের নিজেদের, আর কৃষিবিদদের।