"বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি" বইয়ের কথা: কয়েক বছর আগে একজন বিদেশী কূটনীতিককে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের রাজনৈতিক হালচাল কেমন লাগছে তার। তিনি হেসে উত্তর দিয়েছিলেন, ভেরি এক্সাইটিং, দারুণ উত্তেজনাপূর্ণ! এর পরই তিনি যােগ করলেন, প্রতিদিন সকালে দৈনিক পত্রিকাটা হাতে পাওয়া পর্যন্ত তার অস্থির লাগে। ওই বিদেশী কূটনীতিক বাংলাদেশের রাজনীতির প্রধান বৈশিষ্ট্যটি ঠিকই ধরতে পেরেছেন। এখানে প্রতিদিন তাজা খবর। ক্ষমতাসীন ও বিরােধী দল, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে চিরদ্বন্দ্ব, পাল্টাপাল্টি, তর্ক-বিতর্ক, হুমকি-পাল্টা হুমকি, ঈদের পর বা বর্ষার পরই সরকার পতনের আন্দোলনের রুটিন ঘােষণা, সরকার পতনের ডেডলাইন- কত কিছুই না ঘটে চলেছে। এর কোনটা কেন ঘটছে, কোনটা ঠিক, কোনটা ঠিক নয়- এসবের বিচার-বিশ্লেষণ একদিকে যেমন বেশ জটিল, অন্যদিকে সত্যিই চমকপ্রদ। এসব ঘটনা এক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ঠিক, কিন্তু আরেক দিক থেকে দেখলে ঠিক নয়। চলতি রাজনীতির সংঘাতময় ঘটনাপ্রবাহের একজন মনোযােগী পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রথম আলাে পত্রিকায় আমি নিয়মিত কলাম লিখি ‘সপ্তাহের হালচাল' নামে। এ ছাড়া বিলেতের বাংলা এক্সপ্রেস পত্রিকায় হরেদরে’ নামে একটি নিয়মিত কলাম লিখেছি দেশের চলতি রাজনীতির ওপর। ২০০১-২০০৪ কালপর্বে আমার নির্বাচিত কিছু কলাম নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি’ বইটি বেরােল। যারা রাজনীতি চর্চা করেন, রাজনীতি-বিজ্ঞানের ছাত্র যারা, এ লেখাগুলাে তাদের অধিকতর ভাবনার দ্বার উন্মােচন করলে বইটি সার্থক হবে। আমার কলাম লেখার সময় দেশের বিশিষ্ট চিন্তাবিদ, লেখক, রাজনীতিবিদ, সাহিত্যিক, কূটনীতিক, আইনজ্ঞসহ আরাে অনেকের সঙ্গে আলােচনা করেছি, তাদের মতামত নিয়েছি। তাদের এ অমূল্য সহযােগিতা আমি স্মরণ করি কৃতজ্ঞতার সঙ্গে। বিশেষভাবে ধন্যবাদ জানাই। সম্পাদনা সহকারী খন্দকার মুজাহিদুল হককে, যার শ্রমে প্রায় নির্ভুল ছাপা সম্ভব হয়েছে। আব্দুল কাইয়ুম
জন্ম: ১৮ জানুয়ারি ১৯৫০, ঢাকায় । এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেন। বামধারার রাজনীতি করতেন । বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। বর্তমানে প্ৰথম অ্যালোর সহযোগী সম্পাদক । বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ । বিজ্ঞান বিষয়ে পত্রিকায় নিয়মিত লেখেন । বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে এযাবৎ পনেরোটির মতো বই প্রকাশিত হয়েছে। বইগুলোর মধ্যে বিজ্ঞানের রাজ্যে বন্ট ও কেন, কাৰ্য্যকারণ প্রশ্ন ও উত্তর বিজ্ঞানের রাজ্যে রহস্য/ভেদ প্রশ্ন অ্যর প্রশ্ন প্রভৃতি উল্লেখযোগ্য।