আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশবাসীকে মুচকি হাসি দেয়ার সুযোগ করে দিয়েছেন। এমন একখানা কথা তিনি অতিসম্প্রতি বলেছেন- যা শুনলে বিশ্বের সবচেয়ে গোমরা মুখো মানুষটিও না হেসে পারবে না। তিনি বলেছেন-'৭৫ এর পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের শাসনামল ছিল স্বর্ণযুগ। ২১ বছর পর '৯৬ সালে ফিরে এসেছিল 'বঙ্গবন্ধু'র বাংলাদেশ। ৫ বছরের মাথায় আবার ষড়যন্ত্রের কাছে হেরে গেছে মুক্তিযুদ্ধের শক্তি।' (দৈনিক দিনকাল ১৫ আগস্ট, ২০০২)। মরহুম শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৪ আগস্ট শ্রমিক লীগ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শেখ হাসিনা ও কথা বলেছেন। একই বক্তৃতায় তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে যে সব অভিযোগ উত্থাপন করেছেন সেগুলো হচ্ছে- আওয়ামী লীগের আমলে মানুষ শান্তিতে ছিল, এখন কেউ শান্তিতে নেই। এই সরকার ৪৫ হাজার সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছে। সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হয় না। সন্ত্রাসীরা জানে তাদের কিছুই হবে না। অস্ত্র ড্রাগ-চোরাকারবারী করছে বিএনপি-জামায়াতের ক্যাডাররা। মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের'। শেখ হাসিনা আরো বলেছেন-'আওয়ামী লীগ অস্ত্রের রাজনীতি করে না। অস্ত্রের রাজনীতিকে প্রশ্রয় দিলে এখন বসে বসে মার খেত না।'
মহিউদ্দিন খান মােহন মূলত সাংবাদিক ও কলাম লেখক । লেখালেখির হাতেখড়ি ছড়া-কবিতা দিয়ে । ছােটগল্পও লিখেছেন কয়েকটি । রাজনীতিই তার লেখার প্রধান উপজীব্য। উপন্যাস লিখতে গিয়েও সে বেড়াজাল থেকে বের হতে পারেননি। সম্পাদনাসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা এগারাে । প্রাচীর তার প্রকাশিত প্রথম উপন্যাস। বেশ কিছু লিটল ম্যাগাজিনও সম্পাদনা করেছেন তিনি । বর্তমানে একটি অনলাইন বার্তা সংস্থার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। মহিউদ্দিন খান মােহনের জন্ম মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর । উপজেলার মাশুরগাঁও গ্রামে ১৯৫৯ সালে ।