"Reading for Pleasure 13" বইটির লেখকের কথা অংশ থেকে নেয়াঃ বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষা আমাদের সুন্দর আর। নির্ভুলভাবে শিখতেই হবে। না-হলে তাে আমরা সত্যিকার বাঙালিই হলাম না। কিন্তু বাংলার পর যে ভাষাটিকে আমাদের খুব মন দিয়ে শিখতে হবে তা হল ইংরেজি। ইংরেজি এখন সারা পৃথিবীর ভাষা। সারা দুনিয়ার মানুষের সঙ্গে মিশতে বা কথা বলতে হলে, বিশ্বের সংস্কৃতি ও জ্ঞানভাণ্ডারকে জানতে হলে, দেশ-বিদেশে যেতে হলে বা চাকরি-বাকরি পেতে হলে ইংরেজি জানা ছাড়া আমাদের পথ নেই। তােমরা যাতে কারাে সাহায্য ছাড়া নিজেরা নিজেরাই ইংরেজি ভাষা শিখে ফেলতে পার সেজন্য আমরা এই বিশটি ছােট বই বের করলাম। বইগুলােতে আছে অনেক মজার মজার গল্প। তােমরা যাতে গল্পগুলাে সহজেই পড়তে পার সেজন্য গল্পগুলাের যেসব শব্দ তােমাদের কাছে কঠিন মনে হতে পারে সেগুলাের অর্থ ও উচ্চারণ তাদের পাশেপাশেই দিয়ে দিয়েছি। বইগুলাে দেখে প্রথমে তােমাদের ভয় লাগতে পারে। মনে হতে পারে এত কঠিন ইংরেজি বই আমি কি পড়তে পারব? কিন্তু একটু চেষ্টা কর। দেখ কত সহজে এগুলাে পড়তে পারছ। এই সিরিজে ২০টি বই তুমি যদি এক-এক করে পড়ে ফেলতে। পার, তবে তুমি বেশ ভালাে মানের ইংরেজি তাে শিখবেই, ইংরেজিতে কথা বলতেও তােমার অসুবিধা হবে না। প্রতিটি বই পড়ার সময় একটা কাজ তুমি করবেই করবে। বইয়ে যে শব্দগুলাের পাশে বাংলা মানে দেওয়া আছে তাদের মধ্যে যেগুলাের অর্থ তুমি ঠিকমতাে জান না, সেগুলাে বারবার পড়ে তাদের অর্থ মনে রাখার চেষ্টা করবে। এ যদি কর, দেখবে বইগুলাে শেষ করার পর কী চমৎকার ইংরেজি তুমি শিখে ফেলেছ। | প্রতিটি বইয়ের প্রতিটি লেখা তােমরা তিনবার করে পড়বে। প্রথমবার পড়বে আনন্দের জন্য। দ্বিতীয়বার পড়বে না-জানা শব্দগুলাের অর্থ ভালাে করে মনে রাখার জন্য। তৃতীয়বার পড়বে সেই অর্থগুলাে মনের ভেতর গেঁথে নেবার জন্য।