"সৃজনশীল চিন্তার কৌশল ও প্রয়োগ (১ম খন্ড)" বইটির প্রথম অংশ থেকে নেয়াঃ সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক চিন্তার মূল্য এই যুগে সবচেয়ে বেশি। কি শিক্ষাক্ষেত্রে, কি ব্যবসা-বাণিজ্যে, কি শিক্ষাদানে, কি গবেষণায়, কি বিজ্ঞাপন জগতে — সবক্ষেত্রে এখন সৃজনশীল চিন্তার দৌরাত্ন। উন্নত চিন্তা এবং উচ্চ বুদ্ধি (Intelligence) ছাড়া এখন জীবনের কোনাে অঙ্গনেই শক্তিশালী ভিত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু কাকে বলে সৃজনশীল চিন্তা? বুদ্ধি-শক্তি বৃদ্ধির কি কোনাে উপায় নেই? ডিগ্রী অর্জন আর সৃজনশীলতা অর্জন বা বুদ্ধিশক্তিকে বৃদ্ধি করা এক কথা নয়। তা যদি হতাে, তাহলে জীবনের জয়-পরাজয়ের ক্ষেত্রে ডিগ্রী অর্জনই প্রধান বিষয় হতাে। শুধু তাই নয়, উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সঠিক ডিগ্রীটি হাতিয়ে নেয়ার জন্যও চাই যথেষ্ট সৃজনশীলতা এবং শক্তিশালী চিন্তার যােগ্যতা। কিন্তু এই বিষয়টি নিয়ে না আছে কোনাে course, না আছে কোনাে গ্রন্থ। দুয়েকটি ক্ষেত্রে কেবল IQ এর নামে কিছু puzzle, maze, এবং riddle (ধাধা) অনুশীলন করেই মােল্লা কেবল মসজিদ পর্যন্ত দৌড়ায়। এক্ষেত্রে সৃজনশীল চিন্তার কৌশল ও প্রয়ােগ’ একটি যুগােপযােগী, বলিষ্ঠ পদক্ষেপ। আপাতত এর কোনাে বিকল্প নেই, নিঃসন্দেহে। এটি হলাে S.M. Zakir Hussain এর রচিত এবং সম্পাদিত একটি অভূতপূর্ব সিরিজ প্রকাশনা। এই সিরিজ প্রকাশনা।
প্রখ্যাত লেখক এস. এম. জাকির হুসাইন এর বই সমগ্র ইংরেজি ভাষা থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস, আধ্যাত্মিকতা, ম্যানেজমেন্ট, গণিত, দর্শন, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্বসহ নানাবিধ বিষয়ের উপর লিখিত। মাত্র ২৩ বছর বয়সে লেখালেখি শুরু করা এস. এম. জাকির হুসাইন এর বই সংখ্যা এখন ৩৬০। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ইংরেজি ভাষাশিক্ষায় তার বইগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়। প্রগতিশীল আধ্যাত্মিকতায় বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী লেখকদের একজন এস. এম. জাকির হুসাইন এর জন্ম ১৯৭১ সালের ৩১শে অক্টোবর, খুলনা জেলার এক ছোট্ট গ্রামে। বাবার দ্বারা প্রভাবিত হয়ে শিশু বয়সেই জ্ঞানচর্চা আর লেখালেখিতে উদ্বুব্ধ হন তিনি; অনানুষ্ঠানিকভাবে লেখালেখি শুরু করেন ৬ষ্ঠ শ্রেণী থেকেই। পড়ালেখায় তিনি ছিলেন দুর্দান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ম্যানেজমেন্ট সায়েন্সে এম.বি.এ এবং এমফিল সম্পন্ন করেন। এছাড়াও তার ফলিত ভাষাবিদ্যায় মাস্টার্স ডিগ্রী আছে, এম.এস.সি করেছেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়েও। এস. এম. জাকির হুসাইন এর বই সমূহ ছোট-বড় সব বয়সের মানুষের জন্য পাঠোপযোগী। কর্মজীবনে শিক্ষকতা, ম্যানেজমেন্ট কনসালটেন্সি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করলেও লেখালেখিই তার মূল আকর্ষণ। ভাষার উপর দারুণ দখল থাকায় ইংরেজি ভাষা শিক্ষা, ব্যাকরণ, শ্রবণ এবং লিখিত দক্ষতার উপর তিনি অসংখ্য বই লিখেছেন। ভাষা শিক্ষার বইয়ের পাশাপাশি ‘বাংলাভাষা পরিক্রমা’, ‘ধ্যানের শক্তি ও নবজীবন’, ‘অন্ধকারের বস্ত্রাহরণ’ (দুই খণ্ড), ‘গোপন মৃত্যু ও নবজীবন’ ( দুই খণ্ড) ইত্যাদি বইও তার বই সমূহের মাঝে অত্যন্ত জনপ্রিয়।