বাংলা ভাষা সম্বন্ধিয় বইগুলো এমন হওয়া উচিৎ যা শুধু পাঠ্যবই হিসেবে নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থীরাই পড়বে না বরং নিজের ভাষা সম্পর্কে জানতে ও শিখতে সকল শ্রেণির শিক্ষার্থীরা পড়বে। বাংলা ভাষা পরিক্রমা বইটি তেমনই একটি বই। এই বইটি স্নাতক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সকল শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। বইটি ব্যাকরণ, অনুবাদ, ভাব-সম্প্রসারণ, সারাংশ, পত্র লিখন, ভাষণ, প্রতিবেদন ও রচনা এই কয়টি ধাপে সজ্জিত। বইটির বিশেষত্ব- >বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উদাহরণ স্বরূপ আলোচনা সকল স্তরের শিক্ষার্থীদের শিক্ষাগত প্রয়োজন মেটাতে সক্ষম। >সাহায্য ছাড়াই অত্যন্ত কার্যকরভাবে বাংলা ব্যাকরণের জটিল বিষয়গুলো বুঝতে পারা যায়। >কৌশলগত উপস্থাপনের কারণে পাঠ্য বিষয় সহজেই আয়ত্তে আনা যায়, চোখ বন্ধ করে মুখস্তের প্রয়োজন হয় না। > দেয়া আছে রচনা, চিঠি-পত্র, ভাব-সম্প্রসারণ লিখার অপূর্ব কৌশল। >সন্ধি, ণ ত্ব-বিধান, স ত্ব বিধান সহ বাংলা ব্যাকরণের বিষয়গুলো কৌশলের সাহায্যে উপস্থাপন করা আছে। >বইটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পাঠ পরিকল্পনা নির্ধারণে শিক্ষকদের জন্যও অনেক উপকারী। তাই বইটি শিক্ষার্থীদের বাংলা শিক্ষায় ভালো একটি সহযোগী মাধ্যম হিসেবে নির্ধারণ করা যায়।
প্রখ্যাত লেখক এস. এম. জাকির হুসাইন এর বই সমগ্র ইংরেজি ভাষা থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস, আধ্যাত্মিকতা, ম্যানেজমেন্ট, গণিত, দর্শন, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্বসহ নানাবিধ বিষয়ের উপর লিখিত। মাত্র ২৩ বছর বয়সে লেখালেখি শুরু করা এস. এম. জাকির হুসাইন এর বই সংখ্যা এখন ৩৬০। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ইংরেজি ভাষাশিক্ষায় তার বইগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়। প্রগতিশীল আধ্যাত্মিকতায় বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী লেখকদের একজন এস. এম. জাকির হুসাইন এর জন্ম ১৯৭১ সালের ৩১শে অক্টোবর, খুলনা জেলার এক ছোট্ট গ্রামে। বাবার দ্বারা প্রভাবিত হয়ে শিশু বয়সেই জ্ঞানচর্চা আর লেখালেখিতে উদ্বুব্ধ হন তিনি; অনানুষ্ঠানিকভাবে লেখালেখি শুরু করেন ৬ষ্ঠ শ্রেণী থেকেই। পড়ালেখায় তিনি ছিলেন দুর্দান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ম্যানেজমেন্ট সায়েন্সে এম.বি.এ এবং এমফিল সম্পন্ন করেন। এছাড়াও তার ফলিত ভাষাবিদ্যায় মাস্টার্স ডিগ্রী আছে, এম.এস.সি করেছেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়েও। এস. এম. জাকির হুসাইন এর বই সমূহ ছোট-বড় সব বয়সের মানুষের জন্য পাঠোপযোগী। কর্মজীবনে শিক্ষকতা, ম্যানেজমেন্ট কনসালটেন্সি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করলেও লেখালেখিই তার মূল আকর্ষণ। ভাষার উপর দারুণ দখল থাকায় ইংরেজি ভাষা শিক্ষা, ব্যাকরণ, শ্রবণ এবং লিখিত দক্ষতার উপর তিনি অসংখ্য বই লিখেছেন। ভাষা শিক্ষার বইয়ের পাশাপাশি ‘বাংলাভাষা পরিক্রমা’, ‘ধ্যানের শক্তি ও নবজীবন’, ‘অন্ধকারের বস্ত্রাহরণ’ (দুই খণ্ড), ‘গোপন মৃত্যু ও নবজীবন’ ( দুই খণ্ড) ইত্যাদি বইও তার বই সমূহের মাঝে অত্যন্ত জনপ্রিয়।