বাংলাদেশের শিক্ষা বইটির প্রধান কেন্দ্র। সাংবিধানিক বাধ্যবাধকতা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, শিক্ষানীতি, শিক্ষায় অসমতা, স্বাক্ষরতা, শিক্ষায় এনজিও সহযোগিতা, শিক্ষাঙ্গনে সহিংসতা, আদিবাসীদের জন্য শিক্ষা, শিক্ষা গবেষণা এবং নির্বাচনী ইশতেহারে শিক্ষার প্রতিশ্রুতি বইটির আলোচ্য বিষয়। লেখাগুলোর কিছু রচিত হয়েছে কোন ঘটনা বা রচনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আর কিছু লেখকের স্বাধীন চিন্তায়। সবগুলো লেখাই সমকালীন তথ্য-উপাত্ত সহকারে যুক্তি দিয়ে রচিত। যেখান থেকে শুরু বা যে বিষয়ে লিখিত হোক না কেন, তথ্য-উপাত্ত ও যুক্তি শেষ পর্যন্ত মিলতে চেষ্টা করেছে সার্বিকভাবে জাতির শিক্ষার উন্নয়নের সঙ্গে। প্রতিটি লেখায়ই ঘুরেফিরে এসেছে নীতিপ্রশ্ন, নীতি-পর্যালোচনা আর জাতির সার্বিক উন্নয়ন। সমস্যার বিশ্লেষণের পাশাপাশি সমস্যার উত্তরণে এতে রয়েছে বেশকিছু নীতিপ্রস্তাবনাও। বাংলাদেশে শিক্ষা গবেষণা ও শিক্ষা নিয়ে তথ্য-উপাত্ত সহকারে যুক্তিপূর্ণ লেখালেখি খুব কম। বাংলা ভাষায় শিক্ষাবিষয়ক গবেষণাধর্মী বইয়ের অভাব আরও বেশি। শিক্ষ নিয়ে যারা ভাবেন, চর্চা করেন, শিক্ষা কর্মসূচি পরিচালনা বা গবেষণা করেন তাদের জন্য বইটিতে রয়েছে চিন্তার খোরক। শিক্ষাসংক্রান্ত নির্বচিত কিছু বিষয়ে সাধারণ পাঠকদের জ্ঞান তৃষ্ণা মেটাতেও বইটি সহায়ক হবে।