শাহবাগের গণজাগরণ মঞ্চের অস্তিত্বকে কেউ যদি কেবলমাত্র শাহবাগ চত্বরের মধ্যে আবিষ্কার করার চেষ্টা করেন, তাহলে সেটা হবে মস্ত বড় ভুল। মুক্তিযুদ্ধের নতুন প্রজন্ম ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধদের চূড়ান্ত শাস্তির দাবিতে যে স্ফূলিঙ্গের জন্ম দিয়েছিলো, তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে বিলম্ব হয়নি। ওদের কোনও কেন্দ্রীয় নেতা নেই, কোন সাংগঠনিক কাঠামো নেই। কিন্তু নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা বুঝে নিয়েছে এখন কী করতে হবে। তাই তারা ঘর ছেড়েছে ঘর ফিরে পাবার জন্য। নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের চেতনায় অহিংস আন্দোলনের যে নবযুগের সূচনা করেছে, তার ইতিবাচক অভিঘাতে স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠেছিল মানুষ; হতাশার আবর্ত থেকে তুলে এনেছিল দেশবাসীকে।
এসব বিষয়ই উঠে এসেছে ‘জীবনের শাহবাগ জীবনযুদ্ধের শাহবাগ’ সংকলনে অন্তর্ভুক্ত গল্প কবিতা প্রবন্ধ নিবন্ধ ও তথ্য পঞ্জীতে। ‘সৃজনী লেখক ও শিল্পী গোষ্ঠি শাহবাগে প্রজ্জ্বলিত আশার মশালটিকে অন্যান্য প্রগতিশীল ও দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক জনগোষ্ঠির সাথে ধারণ এবং প্রসারিত করার ধারাবাহিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে। আমরা জানি, সাংস্কৃতিক নবজাগরণ ব্যতীত আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্খিত লক্ষ্যকে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা গভীরভাবে বিশ্বাস করি ইতিহাস এখানেই থেমে থাকবে না। শাহবাগে যে ইতিহাসের নবধারা সূচিত হয়েছে তাকে ধরে রাখার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস এই সংকলনে লক্ষ্য করা যাবে। ইতিহাসের প্রতিদায়বদ্ধতা থেকেই আমরা এই সংকলন প্রকাশ করলাম।
আবেদন খানের জন্ম ১৬ এপ্রিল ১৯৪৫, খুলনা জেলার রসুলপুর গ্রামে। বাংলাদেশে সাংবাদিকতাকে একটি বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আবেদ খান বিরল কজনের একজন। প্রতিকূলতার উজানে তাঁকে সামগ্রিকভাবে খুঁজে পাওয়া যায়, একাধারে যিনি সাংবাদিক, টিভি-ব্যক্তিত্ব, লেখক ও সংগঠক। আপাদমস্তক মানবিক, পার্থিব-অপার্থিব প্রাপ্তির প্রতি ভ্রƒক্ষেপহীন, ব্যক্তিগত কিংবা সামষ্টিক সততার জায়গায় তিলমাত্র ছাড় না-দেওয়া আবেদন খান একই সঙ্গে প্রখর বুদ্ধিদীপ্ততায় ভাস্বর। এ দেশের মুক্তচিন্তার অন্যতম সক্রিয় যোদ্ধা। দীর্ঘ তিন দশক সাংবাদিকতা করেছেন দৈনিক ইত্তেফাকে। ২০১২-এর ২৩ নভেম্বর পূর্ণ হয় সাংবাদিকতার তাঁর গৌরবময় পঞ্চাশ বছর। সর্বশেষ তিনি দৈনিক সমকাল, যুগান্তর ও ভোরের কাগজ-এ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জাগরণ নামে নতুন ভাবনার আরো একটি দৈনিক প্রকাশের জন্য সম্পাদক-প্রকাশক হিসেবে সম্প্রতি তিনি ঘোষণাপত্র নিয়েছেন। বর্তমানে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকাশিত বইয়ের মধ্যে অভাজনের নিবেদন, গৌড়নন্দ কবি ভনে শুনে পুণ্যবান, কালের কণ্ঠ, প্রসঙ্গ রাজনীতি, হারানো হিয়ার নিকুঞ্জপথে, আনলো বয়ে কোন বারতা, গৌড়ানন্দ সমগ্র, দেশ কি জঙ্গিবাদের অভয়রাণ্য হবে ইত্যাদি উল্লেখযোগ্য। ও রাজকন্যে, স্বপ্ন এলো সোনার দেশে এবং আমাদের টুকুনবাবু ছোটদের জন্য লেখা তাঁর তিনটি উপকথার বই।