প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আবেদ খান
আবেদন খানের জন্ম ১৬ এপ্রিল ১৯৪৫, খুলনা জেলার রসুলপুর গ্রামে। বাংলাদেশে সাংবাদিকতাকে একটি বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আবেদ খান বিরল কজনের একজন। প্রতিকূলতার উজানে তাঁকে সামগ্রিকভাবে খুঁজে পাওয়া যায়, একাধারে যিনি সাংবাদিক, টিভি-ব্যক্তিত্ব, লেখক ও সংগঠক। আপাদমস্তক মানবিক, পার্থিব-অপার্থিব প্রাপ্তির প্রতি ভ্রƒক্ষেপহীন, ব্যক্তিগত কিংবা সামষ্টিক সততার জায়গায় তিলমাত্র ছাড় না-দেওয়া আবেদন খান একই সঙ্গে প্রখর বুদ্ধিদীপ্ততায় ভাস্বর। এ দেশের মুক্তচিন্তার অন্যতম সক্রিয় যোদ্ধা। দীর্ঘ তিন দশক সাংবাদিকতা করেছেন দৈনিক ইত্তেফাকে। ২০১২-এর ২৩ নভেম্বর পূর্ণ হয় সাংবাদিকতার তাঁর গৌরবময় পঞ্চাশ বছর। সর্বশেষ তিনি দৈনিক সমকাল, যুগান্তর ও ভোরের কাগজ-এ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জাগরণ নামে নতুন ভাবনার আরো একটি দৈনিক প্রকাশের জন্য সম্পাদক-প্রকাশক হিসেবে সম্প্রতি তিনি ঘোষণাপত্র নিয়েছেন। বর্তমানে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকাশিত বইয়ের মধ্যে অভাজনের নিবেদন, গৌড়নন্দ কবি ভনে শুনে পুণ্যবান, কালের কণ্ঠ, প্রসঙ্গ রাজনীতি, হারানো হিয়ার নিকুঞ্জপথে, আনলো বয়ে কোন বারতা, গৌড়ানন্দ সমগ্র, দেশ কি জঙ্গিবাদের অভয়রাণ্য হবে ইত্যাদি উল্লেখযোগ্য। ও রাজকন্যে, স্বপ্ন এলো সোনার দেশে এবং আমাদের টুকুনবাবু ছোটদের জন্য লেখা তাঁর তিনটি উপকথার বই।