ফ্ল্যাপে লিখা কথা দেশ ও গণতন্ত্র বিরোধী অপশক্তির চক্রান্তের ধারাবাহিকতায় ১/১১’ র পর সেনাসমর্থিত ফখরউদ্দীন-মঈনউদ্দীন সরকার কর্তৃক ২০০৭ সালের ৭ মার্চ বিনা ওয়ারেন্ট ও বিনা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান গ্রেফতার হয়ে কারারুদ্ধ হন। রিমাণ্ডের নামে তার ওপর চালানো হয় নির্মম, পৈশাচিক ও বর্বর নির্যাতন। তরতাজা যু্বককে করা হলো পঙ্গু। দায়ের করা হলো প্রায় ডজনখানেক রাজনৈতিক মামলা। ১২ টি মামলায় জামিন পাওয়া পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তিপান। ১১ সেপ্টেম্বর অসহ্য যন্ত্রণা নিয়ে চলে যান লণ্ডনে চিকিৎসার জন্য । এখনও তিনি লণ্ডনে চিকিৎসাধীন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। মেরুদণ্ডের ভেঙে যাওয়া হাড়টা জোড়া লেগেছে বাঁকা হয়ে। তারেক রহমান সুদূর বিদেশ চিকিৎসা গ্রহণের পাশাপাশি আত্মসমালোচনা , আত্মবিশ্লেষণ ও সর্বোপরি দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা ও পর্যবেক্ষণ করছেন। যা একদিকে তার ব্যক্তিজীবনের সাফল্যের জন্য যেমন অপরিহার্য, তেমনী দলীয় নেতৃত্ব এবং দেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৃঢ় বিশ্বাস, তারেক রহমান তার অতীতের বিভিন্ন পদক্ষেপ এবং ইতিমধ্যে দল ও দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে তা থেকে অভিজ্ঞতা অর্জন করবেন যা আগামীতে দল ও দেশ পরিচালনার ক্ষেত্রে সহায়ক হবে। আইনী লড়াইয়ের মাধ্যমে সকল রাজনৈতিক মামলা থেকে মুক্ত হয়ে সসম্মানের বীরের বেশে দেশে ফিরে তারেক রহমান দলের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন--দেশবাসীর এই প্রত্যাশারই প্রতিফলন এই গ্রন্থে।
সূচিপত্র * তারেক রহমান : রাজনৈতিক নতুন নেতৃত্বের প্রতীক * তারেক রহমানের বৈশিষ্ট্য * রাজনীতিতে তারেক রহমান * বাংলাদেশ নিয়ে তারেক রহমানের স্বপ্ন * কৃষকের পাশে তারেক রহমান * শিক্ষাবৃত্তি প্রদানে তারেক রহমান * প্রবাসীদের উদ্দেশে তারেক রহমান * সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তাকের রহমান * দলীয় তৃণমূল সম্মেলনে তারেক রহমানের ভাষণের নির্বাচিত অংশ * চারণ রাজনীতিবিদ তারেক রহমান * তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার * তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক মামলা * তারেক রহমানের উপর নির্যাতন * তারেক রহমান : জাতীয়তাবাদী শক্তির প্রতীক * নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমানের কয়েকটি উক্তি * তথ্যসূত্র * ছবির এ্যালবাম