"বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন সমগ্র" বইয়ের পিছনের কভারের লেখা: বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কাব্যের আদি নিদর্শন কবি বড়ু চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। দীর্ঘকাল ব্যাপী - বিদগ্ধ পণ্ডিত-সমাজে ও রসজ্ঞ পাঠকমহলে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের চর্চা অব্যাহত। কিন্তু অভাব ছিল পূর্ণাঙ্গ কোনাে প্রামাণিক বিকল্প সংস্করণের। ১৯১৬ মলে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম প্রকাশের পর এই দীর্ঘ কালপর্বের মধ্যে সমগ্র শ্রীকৃষ্ণকীর্তন পুথি সম্পাদনায় দ্বিতীয় কোনাে উদ্যোগ লক্ষ্য করা যায় নি। বিগত কয়েক দশক শ্রীকৃষ্ণকীর্তন-চর্চায় নিয়ােজিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান ডঃ অমিত্রসূদন ভট্টাচার্য সম্পাদিত সুবৃহৎ ভূমিকা সংবলিত আদ্যন্ত পুঁথি-পাঠ নির্ভর শ্রীকৃষ্ণকীর্তনের এই নূতন সমগ্ৰ সংস্করণটি দীর্ঘকালের এই অভাব পূরণ করল। বিস্তৃত কাব্য-আলােচনা, মূল পদ, প্রতিটি পদের গদ্যরূপ বা সূত্র-সংকেত এবং পরিশেষে ভাষাতাত্ত্বিক টীকা, শব্দার্থ ও ছন্দ-পরিচয় সংবলিত এই মল্যবান প্রামাণিক গ্রন্থটি বাংলা ভাষায় প্রাচীন সাহিত্য সম্পাদনার ক্ষেত্রেও এক আদর্শ দৃষ্টান্তরূপে সমাদৃত।